সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েক দশক ধরে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বসবাস করছে। গত ২৫ থেকে ২৬ আগস্ট রোহিঙ্গা বিষয় নিয়ে একটি ই-সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের গবেষকরা রোহিঙ্গা শরণার্থীদের বিদ্যমান আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরে ও বাইরে রোহিঙ্গাদের সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ তাদের মধ্যে একজন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গণহত্যা গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি এবারের সম্মেলনের যৌথ-আয়োজক হিসেবেও দায়িত্ব পালন করেন। কোন প্রেক্ষাপটে এমন সম্মেলন আয়োজন হয়েছে এবং কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? চলুন আলাপ করি অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাথে।