চীনা গায়িকা চু চিং সি
  2020-08-27 16:52:32  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়িকা ও প্রযোজকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো; তার নাম চু চিং সি। তিনি ১৯৮৮ সালে চীনের ইয়ুননান প্রদেশের পু'আর শহরে জন্মগ্রহণ করেন। তার সংগীত অনেক অ্যাভান্ট-গ্র্যাড (avant-garde) উপাদানের জন্য পরিচিত। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো চু চিং সি'র একটি জনপ্রিয় গান 'আতশবাজি'। গানটি তিনি নিজে রচনা করেছেন এবং ২০১৪ সালের ১৫তম চীনা সংগীত অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ সুরের পুরস্কার পেয়েছে। বন্ধুরা, শুনুন 'আতশবাজি'।গান ১

চু চিং সি মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম গান প্রকাশ করেন। এরপর এক প্রযোজকের সুপারিশে তিনি ইয়ুননান প্রদেশ থেকে বেইজিংয়ে আসেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি সংগীত শিখতে শুরু করেন তিনি। ২০০৪ সালে চু চিং সি তার প্রথম মিনি অ্যালবাম প্রকাশ করেন। চু চিং সি চীনের তাই জাতির মানুষ। তাই এই অ্যালবামে সংখ্যালঘু জাতির লোকসংগীত রয়েছে। যেমন তার গান 'শ্যাংরি-লা', এতে ইয়ুননান প্রদেশের বিখ্যাত একটি জায়গা শ্যাংরি-লার সুন্দর দৃশ্য বর্ণনা করা হয়েছে।

বন্ধুরা, এখন চু চিং সি'র গান 'শ্যাংরি-লা' শুনবো।গান ২

২০০৮ সালে চু চিং সি তাইওয়ানের একটি বিখ্যাত সংগীত কোম্পানিতে যোগ দেন এবং নতুন অ্যালবাম 'আকাশের সীমানা' প্রকাশ করেন। এতে তিনি প্রথমবারের মতো নিজে গান রচনা করেন আর গানটি জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চু চিং সি নিজ রচিত একটি সুন্দর গান 'রান' (Run)। গানে তিনি ভালোবাসা ও স্বপ্নের শক্তি প্রকাশের চেষ্টা করেছেন। আশা করি, গানটি শুনে আপনারাও সে শক্তি অনুভব করতে পারবেন।গান ৩

২০১১ সালে চু চিং সি অ্যালবাম 'আমি তোমাকে দেখতে চাই' প্রকাশ করেন। সে বছর থেকে গান গাওয়ার পাশাপাশি তিনি উপস্থাপিকার কাজও শুরু করেন। ২০১২ সালে তিনি গান 'লুকু হ্রদের প্রেমের গান' প্রকাশ করেন এবং বার্ষিক শ্রেষ্ঠ ব্যালাড গানের পুরস্কার পান। ২০১৪ সালে তিনি চীনের সংখ্যালঘু জাতির সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং তাই জাতির পক্ষে চ্যাম্পিয়ন হন। সে সময়ে চু চিং সি'র অধিকাংশ গান ছিল ব্যালাড ও লোকসংগীত। তিনি সংখ্যালঘু জাতির গায়িকা হিসেবেও পরিচিত হন।

বন্ধুরা, এখন শুনুন চু চিং সি'র একটি সুন্দর ব্যালাড গান 'ছোট ঘোড়া'।গান ৪

২০১৫ সাল থেকে গান গাওয়ার পাশাপাশি চু চিং সি সংগীত প্রযোজনা শুরু করেন। তিনি বিভিন্ন চলচ্চিত্র ও শিল্পীর জন্য অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। তার সংগীতশৈলীও ব্যালাড থেকে ইলেকট্রনিক সংগীতে রূপান্তরিত হয়। ২০১৮ সালে চু চিং ইংরেজি গান 'Shadow' প্রকাশ করেন এবং গানটি Billboard Mainstream Top 40 Indicator Chart-এ অন্তর্ভুক্ত হয়। এই তালিকায় তিনিই প্রথম চীনা গায়িকা! বন্ধুরা, এখন চু চিং সি'র গান 'Shadow' শুনবো।গান ৫

২০১৮ সালে চু চিং সি চীনের একটি জনপ্রিয় ইলেকট্রনিক সংগীত অনুষ্ঠানে অংশ নেন, এর মাধ্যমে তার ইলেকট্রনিক সংগীত আরো বেশি মানুষ শোনে ও তা জনপ্রিয় হয়। তিনি বলেন, এ ধরনের সংগীত গত শতাব্দীর ৯০ দশকে জনপ্রিয় ছিল। তখন মানুষ এই শৈলীর সংগীতের মাধ্যমে নতুন শতাব্দীকে স্বাগত জানিয়েছিল। চু চিং সি আশা করেন তার ইলেকট্রনিক সংগীত মানুষদের সুন্দর ভবিষ্যতের প্রতি আশা ও আনন্দ দেবে।

বন্ধুরা, এখন শুনুন চু চিং সি'র একটি জনপ্রিয় ইলেকট্রনিক গান 'Cure'।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা চু চিং সি'র আরো একটি সুন্দর চীনা বৈশিষ্ট্যময় গান 'ভালোবাসার অনুসরণ' শুনবো। আশা করি তার গানগুলো আপনাদের ভালো লাগবে।গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040