আজকের টপিক: গুণগত মানসম্পন্ন উন্নয়নের ওপর সি চিন পিং'র গুরুত্বারোপ
  2020-08-24 19:55:36  cri

অগাস্ট ২৪: গত ১৮ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আনহুই প্রদেশ সফর করেন। এ সময় তিনি বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন উন্নয়নের চেতনায় স্থিতিশীলভাবে কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি, সংস্কার ও উন্মুক্তকরণ এবং গুণগত মানসম্পন্ন উন্নয়নে অবিচল থাকতে হবে, যাতে আরও সুন্দর আনহুই প্রদেশ গড়ে তোলার বিষয়ে নতুন অগ্রগতি অর্জন করা সম্ভব হয়।

আনহুই সফরকালে গত ২০ আগস্ট ইয়াংচি নদীর বদ্বীপের উন্নয়নবিষয়ক কর্মসভায়ও সভাপতিত্ব করেন সি চিন পিং। এ কর্মসভায় সি চিন পিং গুণগত মানসম্পন্ন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইয়াংচি নদীর বদ্বীপের একায়ন উন্নয়নের কৌশল বাস্তবায়ন করলে 'একায়ন' ও গুণগত মানসম্পন্ন'—এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে হবে। একায়নের মাধ্যমে প্রশাসনিক বাধা নির্মূল করা এবং নীতিগত সমন্বয় জোরদার করা প্রয়োজন, যাতে বিভিন্ন অঞ্চলের সুবিধা কাজে লাগানো যেতে পারে এবং আরও ভালোভাবে গুণগত মানসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করা যেতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অঞ্চল পরিদর্শনকালে সি চিন পিং গুণগত মানসম্পন্ন উন্নয়নের কথা বহুবার উল্লেখ করেছেন। যেমন, গত ৮ জুন, নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শনকালে সি চিন পিং ইয়েলো নদী অববাহিকাসংশ্লিষ্ট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেন। তিনি পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

গত ২০ জানুয়ারি, ইয়ুননান প্রদেশের খুনমিং পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, অর্থনীতির গুণগত মানসম্পন্ন উন্নয়ন সাধন করতে গেলে আগে দূষণ তারপর মোকাবিলার পথে যাওয়া যাবে না। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বরে হ্যনান প্রদেশে ইয়েলো নদী অববাহিকাসংশ্লিষ্ট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও গুণগত মানসম্পন্ন উন্নয়নবিষয়ক কর্মসভায় তিনি বলেন, 'আঞ্চলিক বৈশিষ্ট্যময় ও গুণগত মানসম্পন্ন উন্নয়নের নতুন পথ উন্মোচন করা প্রয়োজন'। ২০১৯ সালের জুলাই মাসে, ইনারমঙ্গোলিয়া পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, ইনার মঙ্গোলিয়া দেশের উত্তর সীমান্তে অবস্থিত। এখানে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতি রয়েছে। এখানকার উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি এবং কৌশলগত অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে অর্থনীতির গুণগত মানসম্পন্ন উন্নয়ন বেগবান করতে হবে।

গুণগত মানসম্পন্ন উন্নয়ন আসলে কী? কবে থেকে এ ধারণা প্রচারিত হচ্ছে? ২০১৭ সালে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পুর্ণাঙ্গ অধিবেশনে প্রথমবারের মতো 'গুণগত মানসম্পন্ন উন্নয়নের' ধারণা উত্থাপন করা হয়। তখন থেকেই চীনের অর্থনীতির লক্ষ্য উচ্চগতির প্রবৃদ্ধি থেকে গুণগত মানসম্পন্ন উন্নয়নে রূপান্তর হতে শুরু করে। এ সম্পর্কে সি চিন পিং বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনের কাজ দ্রুততর করা এবং আরও গুণগত মানসম্পন্ন, আরও কার্যকর, সমতাসম্পন্ন ও টেকসই উন্নয়ন করা প্রয়োজন।

কেন গণগত মানসম্পন্ন উন্নয়নের ধারণা উত্থাপন করা হয়েছে? এর চারটি কারণ রয়েছে।

১. এটি চীনের অর্থনৈতিক উন্নয়নের রূপান্তরের জন্য প্রয়োজন।

২. এটি হচ্ছে নতুন উন্নয়নের চেতনার প্রতিফলন।

৩. এটি চীনের সমাজে মূল দ্বন্দের পরিবর্তনের চাহিদা মোটানোর জন্য প্রয়োজন। এখন চীনের সমাজের মূল দ্বন্দ হচ্ছে মানুষের আরও সুন্দর জীবন-যাপনের চাহিদা এবং ভারসাম্যহীন ও অপর্যাপ্ত উন্নয়নের মধ্যেকার দ্বন্দ। আরও সুন্দর জীবন-যাপন করার চাহিদা মেটাতে গুণগত মানসম্পন্ন উন্নয়ন বেগবান করতে হবে।

৪. আর আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতেও গুণগতমান সম্পন্ন উন্নয়ন বেগবান করতে হবে।

তাই বর্তমানে গুণগত মানসম্পন্ন উন্নয়নের কাজ সামনে এগিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। গুণগত মানসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করলে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, দুটি একশ বছরের লক্ষ্য বাস্তবায়ন এবং চীনা জাতির পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়ণের জন্য সমৃদ্ধ অর্থনৈতিক ভিত্তি সুসংহত হবে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040