ভারতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে
  2020-08-24 11:13:23  cri

অগাস্ট ২৪: ভারতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা গতকাল (রোববার) ৬৯,২৩৯ জন বেড়ে ৩,০৪৪৯৪০ জনে দাঁড়ায়। আর মৃতের সংখ্যা ৯১২ জন বেড়ে দাঁড়ায় ৫৬,৭০৬ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা গত কয়েক দিন ধরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গত ৭ আগস্ট ২০ লাখ ছাড়িয়ে যাওয়ার পর, ৩০ লাখে পৌঁছাতে মাত্র ১৬ দিন লেগেছে।

ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিলের গত শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে প্রতিদিন ভাইরাস টেস্ট করা হচ্ছে ১০ লাখের বেশি। এ পর্যন্ত মোট সাড়ে ৩ কোটি মানুষের টেস্ট করা হয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের ভাইরাসের টিকা সম্ভবত বছরের শেষ দিকে পাওয়া যাবে।

এদিকে, মহামারীর কারণে ভারতের অর্থনীতিতে মন্দাবস্থা চলছে। বেকারত্বের হারও দ্রুত বাড়ছে। পরিষেবা শিল্পের অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040