এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, গত এক বছরে কোম্পানি আন্তরিকভাবে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং উদ্ভূত সমস্যার সমাধানের প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু মার্কিন সরকার এতে কর্ণপাত করেনি এবং বাস্তবতা উপেক্ষা করে, কোম্পানির কর্মকাণ্ডে অযাচিতভাবে হস্তক্ষেপ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় কোম্পানি ও ব্যবহারকারীদের অধিকার রক্ষায় কোম্পানিটি মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, বাইটডান্স কোম্পানিও স্বীকার করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ আগস্ট যে প্রশাসনিক আদেশ স্বাক্ষর করেছেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার নথিপত্র আজ (সোমবার) আদালতে জমা দেওয়ার কথা।
বাইটডান্স আরও জানায়, সংশ্লিষ্ট প্রশাসনিক আদেশের কারণে কোম্পানিটি ১৫ সেপ্টেম্বরের পর ১৫০০ জন মার্কিন কর্মচারীকে স্বাভাবিক নিয়মে বেতন দিতে পারবে না। এ প্রেক্ষাপটে তারা বিদেশি ব্যাংক ও ক্রেডিট বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, এ আদেশ কার্যকর থাকা সত্ত্বেও, মার্কিন কর্মচারীদের বেতন ও অন্যান্য বৈধ অধিকার সুনিশ্চিত করার সম্ভাবনা খতিয়ে দেখছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, টিকটকের মার্কিন কর্মচারীরাও ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কারণ, ট্রাম্পের প্রশাসনিক আদেশ তাদের সাংবিধানিক অধিকার লংঘন করেছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রশাসনিক আদেশে স্বাক্ষর করেন। এ আদেশ অনুযায়ী, টিকটক মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ৪৫ দিন পর কোনো মার্কিন ব্যক্তি ও সংস্থা টিকটক ও তার চীনা মূল কোম্পানির সঙ্গে কোনো ব্যবসা করতে পারবে না। (ইয়াং/আলিম/ফেই)