বন্ধুরা, শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন'র কন্ঠে 'দূর থেকে দেখি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৫৮ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে তিনি তাইওয়ানের দ্বাদশ গোল্ডন বেল অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ১৯৮৯ সালে তাঁর প্রকাশিত অ্যালবাম ১০ লাখেরও বেশি বিক্রয় হয়। ১৯৯১ সালে তিনি দশম হংকং চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্রের গানের জন্য মনোনয়ন পান। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে 'দি মুন্দানে ওয়ার্ল্ড' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ছেন শু হুয়া'র কন্ঠে 'দি মুন্দানে ওয়ার্ল্ড' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে আরেকজন তাইওয়ানের নারী কন্ঠশিল্পী স্যু হুই সিন'র পরিচয় দেবো। তিনি ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন মনোবিদ্যা বিভাগ থেকে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি অনেকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'দু'জনের জন্য তুষারের দিন' শীর্ষক গান। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন স্যু হুই সিন'র কন্ঠে 'দু'জনের জন্য তুষারের দিন' শীর্ষক গান। ২০০২ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। একই বছরে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন এবং দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি বিয়ে করে আস্তে আস্তে বিনোদনজগত থেকে বিদায় নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্রেম অ্যান্টিবডি' শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন স্যু হুই সিন'র কন্ঠে 'প্রেম অ্যান্টিবডি' শীর্ষক গান। এখন আপনাদেরকে তাঁর কন্ঠে আারেকটি গান শোনাবো। গানটিতে বলা হয়েছে: যখন তুমি আসো, তখন আমি আনন্দিত হই; যখন তুমি আসো, তখন আকাশে রামধনু হয়। তুমি মন দিয়ে আমাকে ভালোবাসো। তুমি সবসময় আমার পাশে আছো। আমরা দু'জন কোনো কথা না-বললে পরস্পরকে বুঝি। তুমি কোনো কোনো সময় দুষ্টু, কোনো কোনো সময় কোমল। তোমার সঙ্গে ভ্রমণ করতে চাই। আমাদের সময় মধুর মতো মিষ্টি।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন স্যু হুই স্যিন'র কন্ঠে কয়েকটি গান। এখন নারী কন্ঠশিল্পী ইয়ে হুয়ান'র কন্ঠে গান শোনাবো। ইয়ে হুয়ান ১৯৬৪ সালের ৩১ মার্চ চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। আজকের অনুষ্ঠানে তাঁর কন্ঠে 'ইউয়ানইয়াং চিন' শীর্ষক গান শোনাবো। ইউয়ানইয়াং হলো এ ধরণের পাখি। ইংরেজিতে বলা হয় ম্যান্ডারিন হাঁস। চীনের এক ধরণের হাঁস। এ ধরণের হাঁস সবসময় একসঙ্গে থাকে। সেজন্য ম্যান্ডারিন হাঁস চীনে প্রেমের প্রতীক। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।
আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (/আলিম ছাই)