সিয়াও ইয়া সুয়ান
  2020-08-20 19:43:33  cri

সিয়াও ইয়া সুয়ান, ১৯৭৯ সালের ২৪ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের থাও ইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের খুব বিখ্যাত একজন নারী কন্ঠশিল্পী।

১৯৯৬ সালে ১৭ বছর বয়সী সিয়াও ইয়া সুয়ান পরিবার ছেড়ে একা কানাডার ভ্যানকুভারে যান কাপড়ের ডিজাইন শিখতে।

১৯৯৮ সালে বন্ধুর উত্সাহে, সিয়াও ইয়া সুয়ান হংকংয়ের টিভিবি টেলিভিশন আয়োজিত 'প্রবাসী চীনা নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায়' অংশ নেন। এর মাধ্যমে সিয়াও ইয়া সুয়ানের সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১৯৯৯ সালে সিয়াও ইয়া সুয়ানের প্রথম অ্যালবাম 'সিয়াও ইয়া সুয়ান' রিলিজ হয়। তাইওয়ান প্রদেশে এই অ্যালবাম বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি কপি। এটি ছিল ১৯৯৯ সালে তাইওয়ানে সর্বোচ্চ অ্যালবাম বিক্রি।

২০০০ সালে সিয়াও ইয়া সুয়ানের দ্বিতীয় অ্যালবাম 'লাল গোলাপ' প্রকাশিত হয়। একই বছরের ২৬ অগাস্ট তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে সিয়াও ইয়া সুয়ানের প্রথম কনসার্ট আয়োজিত হয়। তার 'লাল গোলাপের' অন্যতম গান 'একজনের চমত্কার জীবন' সেই বছরের চীনা ভাষা সঙ্গীত তালিকার শীর্ষ স্থান দখল করে।

২০০০ সালে সিয়াও ইয়া সুয়ানে প্রথম ও দ্বিতীয় অ্যালবাম বিশ্বে চীনা ভাষার অ্যালবাম বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করে।

২০০১ সালে সিয়াও ইয়া সুয়ানের তৃতীয় অ্যালবাম 'আগামীকাল' বাজারে আসে। একই বছর তিনি হংকংয়ে দুই কনসার্ট আয়োজন করেন।

২০০২ সালে সিয়াও ইয়া সুয়ান যথাক্রমে চতুর্থ অ্যালবাম 'ফর ইউ' এবং পঞ্চম অ্যালবাম 'ভালোবাসার থিম সং' প্রকাশ করেন। একই বছরের ৩০ ও ৩১ অগাস্ট সিয়াও ইয়া সুয়ান হংকংয়ে দুইবার কনসার্ট আয়োজন করেন।

২০০৩ সালের ১৬ মে সিয়াও ইয়া সুয়ানের ষষ্ঠ অ্যালবাম 'ভালোবাসাকে ভালোবেসেছে' বাজারে আসে। ১১ জুলাই তিনি সিংগাপুরেও একটি কনসার্ট আয়োজন করেন।

২০০৩ সালের ৩০ ডিসেম্বর সিয়াও ইয়া সুয়ানের সপ্তম অ্যালবাম 'ফিফ্থ এভেনিউ' রিলিজ হয়।

২০০৬ সালে সিয়াও ইয়া সুয়ান ওয়ার্নার মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের ১৯ অক্টোবর তাঁর নতুন গান 'Elva is back' রিলিজ হয়।

২০০৬ সালের ২২ ডিসেম্বর সিয়াও ইয়া সুয়ান '১০৮৭' নামের একটি অ্যালবাম প্রকাশ করেন।

২০১৩ সালে সিয়াও ইয়া সুয়ান আনুষ্ঠানিকভাবে সনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০১৪ সালে তাঁর নতুন অ্যালবাম 'চুমু খাওয়ার কারণ নেই' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও ইয়া সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040