শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট
  2020-08-18 16:34:12  cri
অগাস্ট ১৮: স্থানীয় একটি সাবস্টেশনের সঞ্চালনব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে গতকাল (সোমবার) দুপুরে শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এটি প্রায় ৭ ঘন্টা স্থায়ী হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কলম্বোর শহরতলিতে কৈলালপিতিয়া সাবস্টেশন রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

দুর্ঘটনার পর, শ্রীলঙ্কার বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ সংস্থা সিলন ইলেকট্রিক পাওয়ার ব্যুরোর ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করেন। সোমবার রাতে সিলন বিদ্যুৎ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বেশিরভাগ অঞ্চলে বিদ্যুত সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।

কয়েক ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট জনজীবনে দুর্ভোগ বয়ে আনে। একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কিছু এলাকায় পানি সরবরাহ ব্যাহত হয়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040