চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট বিদেশি প্রকল্পগুলোর বাস্তবায়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে
  2020-08-17 18:18:47  cri
অগাস্ট ১৭: চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট বিদেশি প্রকল্পগুলোর বাস্তবায়নকাজের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আজ (সোমবার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র মেং ওয়েই নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী এখনও ছড়াচ্ছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট বিদেশি প্রকল্পগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এসব প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

মুখপাত্র বলেন, বিদেশি প্রকল্পে নিয়োজিত কর্মীদের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট দেশগুলোর মহামারী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেসব দেশে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করা হচ্ছে।

মুখপাত্র আরও বলেন, চীন বিদেশি প্রকল্পগুলোর সুবিধার্থে বিভিন্ন আর্থিক প্রক্রিয়া সহজতর করবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040