পাকিস্তানে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত
  2020-08-15 18:29:58  cri
অগাস্ট ১৫: পাকিস্তানে ৭৪তম স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে গতকাল (শুক্রবার)। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে দেশটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পাক প্রেসিডেন্ট আরিফ আলভি অভ্যন্তরীণ বিষয়, অর্থনীতি ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের অর্জিত সাফল্যের বর্ণনা দেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে পরাজিত করেছে এবং বিশ্বের সামনে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের মডেল উপস্থাপন করেছে।

তিনি বলেন, নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি জনগণ অভূতপূর্ব স্ব-শৃঙ্খলা দেখিয়েছে এবং মহামারি প্রতিরোধ-বিধিমালা কঠোরভাবে অনুসরণ করেছে, যা দেশে ভাইরাসের সংক্রমণ কমাতে ভূমিকা রেখেছে।

আফগানিস্তান ইস্যুতে আলভি বলেন, পাকিস্তান অনেক বছর ধরেই লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। পাকিস্তান আশা করে, আফগানিস্তানের শান্তি-প্রক্রিয়া সুষ্ঠুভাবে সামনে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের সামাজিক বিকাশ ও দারিদ্র্যমুক্তিতে ইতিবাচক ভূমিকা রাখছে। মধ্য-এশিয়ার দেশগুলির সাথে পাকিস্তানের রফতানি-বাণিজ্যকেও চাঙ্গা করেছে এই করিডোর। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040