জাতীয় শোক দিবসে চীনে বাংলাদেশ দূতাবাসে বিশেষ অনুষ্ঠান
  2020-08-15 17:31:11  cri

অগাস্ট ১৫: আজ (শনিবার) ১৫ অগাস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, এদিন চীনে বাংলাদেশ দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দূতাবাসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

অনুষ্ঠানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাণী পড়ে শোনান। এসময় রাষ্ট্রদূত বলেন, চলতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করছে। জনগণের জীবন, অর্থনীতি, সমাজ এতে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ভিশন ২০২১', 'ভিশন ২০৪১' এবং 'ডেল্টা প্ল্যান, ২১০০' উত্থাপন করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ উন্নত হবে। সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040