চলুন বেড়িয়ে আসি: জাপানের রাজধানী টোকিও থেকে
  2020-08-14 22:09:38  cri
টোকিও

জাপানের ব্যস্ততম রাজধানী টোকিও (Tokyo) শহরে প্রাচীন স্থাপত্য নিদর্শনের সাথে সাথে রয়েছে আধুনিক অনেক স্থাপনা। প্রায় ৪৭টি ভিন্ন ভিন্ন শহরাঞ্চলে বিভক্ত টোকিও শহর পূর্বে এডো নামে পরিচিত ছিল। বর্তমানে শপিং, বিনোদন, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় খাবারের জন্য টোকিও শহরের জনপ্রিয়তা পুরো বিশ্বজুড়ে। এ ছাড়া শহরের চমত্কার কিছু জাদুঘর, ঐতিহাসিক মন্দির, বাগান ও নান্দ্যনিক স্থাপত্যশৈলীর কারণে পর্যটকদের ভ্রমণ তালিকায় টোকিও শহরের অবস্থান সবার শীর্ষে।

টোকিও এর দর্শনীয় স্থান

টোকিও শহর জুড়ে দেখার মতো রয়েছে অসংখ্য জায়গা। বিভিন্ন প্রাচীন ও আধুনিক স্থাপনা দেখার যেমন সুযোগ আছে তেমনি পাওয়া যাবে ইযু এবং ওগাসাওয়ারা দ্বীপের বীচের আনন্দ।

টোকিও স্কাই ট্রি (Tokyo Skytree)

জাপানের সুমিডায় অবস্থিত টোকিও স্কাই ট্রি একটি সম্প্রচার ও পর্যবেক্ষণ টাওয়ার। ৬৩৪ মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার ২০১১ সালের মার্চ মাসে বিশ্বের সর্বোচ্চ স্বয়ংসম্পূর্ণ টাওয়ার হিসেবে স্বীকৃতি লাভ করে। এখান থেকে আসাকুসা এরিয়া ও সুমিডা রিভার ব্যাংকের দৃশ্য সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। এই টাওয়ারের ৩৫০ ও ৪৫০ মিটার উচ্চতায় পর্যটকদের জন্য দুটি অবজারভেশন ডেক রয়েছে।

সেঞ্জো-জি (Senso-Ji)

টোকিওর আসাকুসাতে প্রাচীন বৌদ্ধ মন্দির সেঞ্জো জি অবস্থিত, যা টোকিওর জনপ্রিয় মন্দিরের মধ্যে অন্যতম। আসাকুসা স্টেশন থেকে হাঁটা দূরত্বে যাওয়া যাবে এই মন্দিরে। সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই মন্দিরে দুইটি প্রধান গেট, প্যাগোডা ও একটি হল আছে। এখানে প্রবেশ করার সাথেই "কামিনারিমন গেট" চোখে পড়বে যেখান থেকে সেঞ্জো-জি গেটে প্রবেশ করতে হয়। বিভিন্ন ধরনের লাল রঙের লণ্ঠনে এই গেট সাজানো। ছবি তোলার জন্য এই জায়গা পর্যটকদের বিশেষ আকর্ষণ। প্রথম গেট পার হবার পর সেঞ্জো-জি মন্দিরের প্রধান হলে ঢুকতে পারবেন যা মূলত "নাগামিসে স্ট্রীট" হিসেবে পরিচিত।

টোকিও টাওয়ার (Tokyo Tower)

৩৩৩ মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার টোকিওর দ্বিতীয় উঁচু টাওয়ার। বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক শক্তি হিসেবে নতুন ভাবে জাপানের পুনর্জাগরনের প্রতীক হিসেবে গড়ে তোলা টোকিও টাওয়ারের সাথে আইফেল টাওয়ারের কাঠামোগত মিল আছে। টাওয়ারের ১৫০ মিটার উচ্চতার প্রধান ডেক থেকে শহরের আকর্ষণীয় কিছু ভিউ দেখা যায়। এখানে দাড়িয়ে থাকার জন্য কিছু "লুক ডাউন উইন্ডো", সুভেনিয়র শপ ও ক্যাফে আছে।

মেইঞ্জি জিঙ্গু (Meiji Jingu)

টোকিওর শিবুয়ার অবস্থিত এই মন্দির সম্রাট মেইজি ও তার স্ত্রীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। গাছ গাছালিতে পরিপূর্ণ মন্দিরের একটি নির্দৃষ্ট গাছে কাঠের বোর্ডে অনেককে নিজের ইচ্ছেগুলো লিখে ঝুলিয়ে রাখতে দেখা যায়, যা মূলত এক ধরনের বিশ্বাস থেকে করা হয়। তবে তার জন্য ৫০০ ইয়েন খরচ করে কাঠের বোর্ড ও গুড লাক পাউচ কিনতে হয়।

ইম্পেরিয়াল প্যালেস (Imperial Palace)

টোকিও স্টেশনের কাছে অবস্থিত জাপানের সম্রাটের প্রধান বাসস্থানের নাম ইম্পেরিয়াল প্যালেস। পার্কের মতো বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠা এই প্যালেসে ব্যাক্তিগত আবাসস্থল, সংরক্ষণাগার, জাদুঘর ও প্রশাসনিক ভবন আছে।

টোকিও ন্যাশনাল মিউজিয়াম (Tokyo National Museum)

১৮৭২ সালে স্থাপিত এই জাদুঘরটি জাপানের সবচেয়ে পুরনো জাদুঘর। ৪০ বছর আগের জাপান ও এশিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্যের নানা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এখানে। ভিন্ন ভিন্ন ভবনে প্রাচীন নানান রকম নিদর্শনের প্রদর্শনী করা আছে। জাদুঘরে জনপ্রতি এন্ট্রি ফি ৬২০ ইয়েন।

ওবাইডা (obaida)

টোকিও বে-র কৃত্রিম বীচে অবস্থিত ওবাইডা বিনোদন কেন্দ্র পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। বীচের সিসাইড পার্ক থেকে মাউন্ট ফুজির চমৎকার দৃশ্য চোখে পড়ে। আর মিরাইকান সাইন্স মিউজিয়ামে রোবট দেখার সুযোগ হবে।

মাউন্ট মিটাকে (mount mitake)

টোকিও শহর থেকে একটু দূরে হাইকিং করার জন্য একটি আদর্শ স্থানের নাম মাউন্ট মিটাকে। মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাহাড়, পাথরের বাগান, মন্দির এবং আকর্ষণীর ঝর্ণা দেখতে পারবেন। সারাদিনের জন্য সময় নিয়ে গেলে বেশী ভালো লাগবে।

এডো টোকিয়ো মিউজিয়াম (Edo Tokyo Museum)

এডো পিরিয়ডের সময়ে টোকিও শহরের বিভিন্ন ইতিহাস এডো টোকিয়ো মিউজিয়ামে সংরক্ষিত আছে। তবে বর্তমানে জাগলিং ও পেপার কাটিং বা অরিগামির উপর বিশেষ গুরত্ব দেওয়া হয়েছে। এই জাদুঘরে এন্ট্রি ফি জনপ্রতি ৬০০ ইয়েন।

ইযু আইল্যান্ড (Izu Island)

জাপানের আগ্নেয়গিরি দ্বীপের মধ্যে ইযু আইল্যান্ড অন্যতম। এখানে স্কুবা ডাইভিং করার সাথে সাথে আগ্নেয়গিরি ও পাহাড়ের দেখা মিলবে।

ভ্রমণ টিপস

• টোকিও স্কাই ট্রিতে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে যাওয়া ভালো।

• অনলাইন বা এজেন্সির মাধ্যমে টোকিও স্কাই ট্রির টিকেট কাটার চেষ্টা করবেন।

• সেঞ্জো-জি মন্দিরে ঘুরতে গেলে মন্দিরের সামনে থেকে রিক্সা নিয়ে পুরো আসাকুরা শহর ঘুরে দেখতে পারবেন।

• ট্র্যাভেল এজেন্ট এর মাধ্যমে টোকিও টাওয়ারের ওয়ান পিস টাওয়ারে ঘুরতে গেলে ২০০ ইয়েন ডিস্কাউন্ট পাওয়া যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040