রোববারের আলাপন-200816
  2020-09-19 19:33:47  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বড় ভাই, এখন গ্রীষ্মকাল । গ্রীষ্মকাল আমার সবচেয়ে পছন্দের ঋতু।

আলিম: আমি জানি আপনার গরম সবচেয়ে ভয় লাগে, তাই না? আমি মাঝে মাঝে দেখছি গরমকালে আপনি সবসময় ঘামেন; বিশেষ করে উত্তরায় আপনার সঙ্গে প্রথম সাক্ষাতেই আমি তা লক্ষ্য করেছি!

আকাশ: হা হা বড় ভাই, আপনি ঠিক বলেছেন। আমি সত্যি গরম কালে অনেক কষ্ট পাই, বিশেষ করে উত্তরায় থাকার সময়। সবসময় ঘামতে থাকি। কিন্তু তা সত্ত্বেও, আমি গ্রীষ্মকাল সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ, আমার ধারণা, গ্রীষ্মকাল মানে আশা, আগ্রহ, এবং জীবন আবার নতুন করে শুরু করা।

আলিম: জীবন আবার শুরু করা? মানে দ্বিতীয় জীবন? খুবই মজার।

আকাশ: হ্যাঁ। হয়ত প্রত্যেক মানুষ দ্বিতীয় জীবন চায়, তাই না? আসলে আমাদের অতীত অবশ্যই ফিরে আসতে পারে না; কিন্তু যদি এখনকার প্রতিটি মুহূর্ত আমরা কাজে লাগাই তবে একটা নতুন জীবন তো শুরু হবে, তাই না? বড় ভাই, আপনার প্রিয় ঋতু কোনটি?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040