অগাস্ট ১৩: আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেছেন, জার্মানি একতরফাভাবে হংকংয়ের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি স্থগিত করেছে এবং ফ্রান্স হংকংয়ের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তির অনুমোদন প্রক্রিয়া বন্ধ করেছে। দেশ দুটি হংকংয়ের সঙ্গে আইনগত সহযোগিতা নিয়ে রাজনীতি করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে; যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। চীন এর তীব্র বিরোধিতা করে।
এ ঘটনার জবাবে হংকং সরকারও জার্মানির সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি পালন স্থগিত করেছে এবং ফ্রান্সের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
(শিশির/তৌহিদ/রুবি)