২০০০ সালের ১০ অক্টোবর ভান ওয়েই বো চীনের বিখ্যাত কন্ঠশিল্পী অ্যান্ডি লাউ-এর কোম্পানির একজন শিল্পী হন।
২০০১ সালের মার্চ মাসে ভান ওয়েই বো চ্যানেল ভি সঙ্গীত চ্যানেলের উপস্থাপক হয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদনমহলে যোগ দিন।
২০০২ সালের ডিসেম্বর মাসে ভান ওয়েই বো'র প্রথম অ্যালবাম 'টিকটিকি হাঁটা' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে "টেল মি", 'আমি ভয় পাই না'সহ ১০টি গান। এই অ্যালবাম নিয়ে ভান ওয়েই বো আনুষ্ঠানিকভাবে সঙ্গীতমহলে পা রাখেন। এরপর তিনি 'টিকটিকি হাঁটা' অ্যালবাম নিয়ে মালয়েশিয়ার তৃতীয় সোনালী গানের পুরস্কারের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ভান ওয়েই বো-এর দ্বিতীয় অ্যালবাম 'আমার মাইক' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে 'ভবিষ্যতের তোমাকে ভালোবেসেছি', 'আমরা সবাই ভুল করি'সহ দশটি গান। এরপর ভান ওয়েই বো 'আমার মাইক' অ্যালবাম নিয়ে ফিনিক্স টেলিভিশনের বার্ষিক দশটি শ্রেষ্ঠ অ্যালবাম এবং শ্রেষ্ঠ হংকং ও তাইওয়ানের নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।
২০০৪ সালের ২৬ মার্চ, ভান ওয়েই বো 'একাদশ বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসের' বার্ষিক শ্রেষ্ঠ হংকং ও তাইওয়ানের নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে ভান ওয়েই বো'র তৃতীয় অ্যালবাম 'উ হা' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত হয় 'ভালোবাসার আরাধনা', 'আমি ক্যান্টোনিস ভাষা জানি না'সহ দশটি গান।
২০০৫ সালের জুলাই মাসে ভান ওয়েই বো'র চতুর্থ অ্যালবাম 'মাস্টার' রিলিজ হয়। এতে অন্তর্ভুক্ত হয় 'বাধ্য হয়ে ভালোবাসি', 'কে এমভিপি'সহ দশটি গান।
২০০৬ সালের ১১ জানুয়ারি, ভান ওয়েই বো 'দ্বাদশ বিশ্ব চীনা ভাষা সঙ্গীত তালিকার' বার্ষিক সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর পুরস্কার পান। তাঁর গান 'এমভিপি' বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। একই বছরের জুন মাসে ভান ওয়েন বো'র পঞ্চম অ্যালবাম 'পৃথিবীকে উল্টা করি' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমার ভালোবাসা পড়', 'আমি তোমাকে আরো ভালো বুঝি'সহ ১১টি গান।
২০০৭ সালের সেপ্টেম্বর মাসে ভান ওয়েই বো'র ষষ্ঠ অ্যালবাম 'প্লে কুল' বাজারে আসে। ২০১১ সালে তাঁর অষ্টম অ্যালবাম '৮০৮' প্রকাশিত হয়।
২০২০ সালের ২৭ জুলাই ভান ওয়েই বো বিয়ে করেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভান ওয়েই বো'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)