২০০৬ সালের এপ্রিল মাসে, এস্কেইপ প্ল্যান দেশের ব্যান্ডের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় পুরস্কার পায়। অগাস্ট মাসে, ব্যান্ডের প্রধান কন্ঠশিল্পী মাও ছুয়ান এস্কেইপ প্ল্যানের প্রতিনিধিত্ব করে বেইজিং টেলিভিশনের 'আনন্দের সঙ্গে বিশ্বকাপ উদযাপন করা' নামের একটি লাইভ টিভি অনুষ্ঠানে অংশ নেন। এক মাসব্যাপী সময়ে, মাও ছুয়ান প্রতি দু'দিনে একটি নতুন গান রচনার সামর্থ্য সবাইকে দেখিয়েছেন।
২০০৭ সালের মার্চ মাসে, এস্কেইপ প্ল্যান 'Highlights Of Songs In The Air' ম্যাগাজিনে সাক্ষাত্কার দেয়। জুন মাসে ব্যান্ডের গান 'আপেল' প্রকাশিত হয়।
২০০৭ সালের জুলাই মাসে, এস্কেইপ প্ল্যান 'আমাদের উদ্ধার করার সময় আছে' নামের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ শিশুদের জন্য অর্থ সংগ্রহ করে। একই বছরের অক্টোবর মাসে ব্যান্ডের গান '২০০৮ সালে আমরা বিয়ে করবো' বেইজিং টেলিভিশিনের আয়োজিত 'অলিম্পিকের জন্য গান' প্রতিযোগিতায় প্রথম দশে স্থান পায়।
২০০৮ সাল থেকে ব্যান্ডটি সক্রিয়ভাবে বেইজিংয়ের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিতে শুরু করে। একই বছরের এপ্রিল মাসে ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। ২০০৮ সালের মিডি মিউজিক উত্সবের মঞ্চেও এস্কেইপ প্ল্যান গান পরিবেশন করেছে।
২০০৮ সালের পয়লা নভেম্বর এস্কেইপ প্ল্যান বেইজিংয়ে ব্যান্ডের প্রথম কনসার্ট আয়োজন করে। ২০০৯ সালে তাদের প্রথম দেশব্যাপী ভ্রাম্যমান কনসার্ট 'A City Without Sorrow' আয়োজিত হয়। একই বছরে চীনের প্রথম রক সঙ্গীতের পুরস্কার মিডি পুরস্কারে এস্কেইপ প্ল্যান 'বার্ষিক শ্রেষ্ঠ নতুন রক কন্ঠশিল্পীর' পুরস্কার পায়।
২০১২ সালে এস্কেইপ প্ল্যানের গান 'রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা' রিলিজ হয়। গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ব্যান্ডটি এই গানের মাধ্যমে সঙ্গীত মহলে বিখ্যাত হয়ে ওঠে।
২০১২ সালের ২২ সেপ্টেম্বর এস্কেইপ প্ল্যানের অ্যালবাম 'বিশ্ব' বাজারে আসে। একই বছরের ১৬ ডিসেম্বর চতুর্থ চীনের রক সঙ্গীতের মিডি পুরস্কারে এস্কেইপ প্ল্যান টানা চারটি পুরস্কার পায়: বার্ষিক শ্রেষ্ঠ রক সঙ্গীত ব্যান্ড, বার্ষিক শ্রেষ্ঠ রক সঙ্গীতের অ্যালবাম, বার্ষিক শ্রেষ্ঠ রক গান, এবং বার্ষিক শ্রেষ্ঠ রক কন্ঠশিল্পী।
২০১৩ সালের পয়লা ফেব্রুয়ারি এস্কেইপ প্ল্যানের 'বেইজিংয়ে ভালোবাসার জীবন' রিলিজ হয়। ২০১৪ সালের ১৬ মে এ ব্যান্ড চীনের তাইওয়ান প্রদেশে বড় আকারের কনসার্ট আয়োজন করে।
২০১৭ সালের ১৭ জুন, এস্কেইপ প্ল্যান বেইজিংয়ে বড় আকারের বিশেষ কনসার্ট আয়োজন করে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত এস্কেইপ প্ল্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)