বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একটি পপ সংগীতদলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। দলটির নাম 'ফেং হুয়াং ছুয়ান ছি' বা 'ফিনিক্স কিংবদন্তি'। চীনের লোকসংগীত ও ইলেকট্রনিক, পপ, র্যাপ ইত্যাদি পাশ্চাত্য সংগীতের সঙ্গে মিশিয়ে তাদের গানগুলো তৈরি করা হয়েছে। তারা চীনের সবচেয়ে জনপ্রিয় সংগীতদলের অন্যতম। সব বয়সের মানুষ তাদের গান শোনে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে ফেং হুয়াং ছুয়ান ছি'র ২০০৭ সালে প্রকাশিত খুবই জনপ্রিয় একটি গান 'মুক্তভাবে উড়ে যায়' শুনবো। গানটি গত ৬০ বছর ধরে চীনা ক্লাসিক সংগীতের প্রতিনিধিত্বকারী গান হিসেবে বিবেচিত হয়। গান ১
সংগীতদল ফেং হুয়াং ছুয়ান ছি'র গায়ক চেং ই ও গায়িকা ইয়াং ওয়েই লিং হুয়া- এই দু'জনকে নিয়ে গঠিত। ১৯৯৭ সালে তারা চীনের শেন চেন শহরের একটি পারফরমেন্সে পরিচিত হন ও পরে বন্ধু হন। ১৯৯৮ সালে তারা ফেং হুয়াং ছুয়ান ছি সংগীতদল গঠন করেন। তবে ২০০৪ সালে একটি সংগীত কোম্পানিতে যোগ দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। সেই বছর ফেং হুয়াং ছুয়ান ছি চীনের কেন্দ্রীয় টিভি স্টেশনের আয়োজিত জাতীয় তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেয় এবং এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে।
বন্ধুরা, এখন শুনুন ফেং হুয়াং ছুয়ান ছি'র একটি সুন্দর গান 'ভালোবাসা অপেক্ষারত গোলাপ' । গান ২
২০০৫ সালে ফেং হুয়াং ছুয়ান ছি চীনের জনপ্রিয় একটি টিভি ট্যালেন্ট শোতে অংশ নেয় এবং রানার্স-আপ হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নাম সবার কাছে পরিচিতি পায়। সে বছর তারা প্রথম অ্যালবাম 'চাঁদের উপরে' প্রকাশ করে। গায়িকা ইয়াং ওয়েই লিং হুয়া ইনারমঙ্গোলিয়ার মানুষ; তাই অ্যালবামের গানে মঙ্গোলিয়ার জাতির সংগীতের উপাদান পাওয়া যায়। অ্যালবামের প্রধান গান 'চাঁদের উপরে' বলা হয়, ইনারমঙ্গোলিয়ার তৃণভূমিতে ঘোড়ায় চড়ার সুন্দর দৃশ্য। গানটি প্রকাশ করতেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে ফেং হুয়াং ছুয়ান ছি'র প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।
বন্ধুরা, এখন গান 'চাঁদের উপরে' শুনবো। গান ৩
২০০৭ সালে ফেং হুয়াং ছুয়ান ছি দ্বিতীয় অ্যালবাম 'শুভকামনা' প্রকাশ করেন। অ্যালবামে চীনের মঙ্গোলিয়া, তিব্বত জাতি ও কুয়াং সি, ইউননান প্রদেশের লোকসংগীত প্রদর্শনের পাশাপাশি রক, ডান্স, র্যাপ ইত্যাদি পপ সংগীতের উপাদানের সঙ্গে মিশ্রিত হয়েছে। আর এসব বিভিন্ন ধরনের সংগীত চেং ই ও লিং হুয়ার সহযোগিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এই নতুন সংগীতশৈলী ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাদের বৈশিষ্ট্য হিসেবে পরিচিত হয়। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের ফেং হুয়াং ছুয়ান ছি'র একটি সুন্দর গান 'শুভকামনা'। গান ৪
২০০৮ সালে ফেং হুয়াং ছুয়ান ছি 'চুই সিউয়ান মিন চু ফেং' অর্থাত 'The Coolest Ethnic Song' অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান 'চুই সিউয়ান মিন চু ফেং' টানা ২৭ সপ্তাহ ধরে চীনের সবচেয়ে বেশি শোনা গানের তালিকার প্রথম স্থান দখল করে এবং চীনের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। একসময় চীনের বিভিন্ন জায়গার ছোট-বড় রাস্তায় এ গানটি শোনা যেতো। গানের প্রফুল্ল সুর ও ছন্দ এবং সহজ কিন্তু আশাবাদী কথার জন্য গানটি শুনে একটি আনন্দিত অনুভূতি তৈরি হয়।
বন্ধুরা, চীনের খুব জনপ্রিয় এ গানটি এখন শুনুন। গান ৫
ফেং হুয়াং ছুয়ান ছি'র অনেক গানের কথা সহজ আর সুর বেশ আকর্ষণীয়, একবার শুনেই মনে রাখা যায়। তাদের গানে ইতিবাচক ও আশাবাদী মনোভাব প্রকাশিত হয়; আর এটিই হলো চীনের অনেক মানুষ- বিশেষ করে মধ্যবয়সী ও বয়স্কদের এসব গান পছন্দ করার অন্যতম কারণ। চীনের অনেক স্কয়ার ডান্সে তাদের গান শোনা যায়।
বন্ধুরা, এখন শুনুন ২০১০ সালে প্রকাশিত ফেং হুয়াং ছুন ছি'র একটি সুন্দর গান 'পদ্মফুল পুকুরের জ্যোৎস্না। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে ফেং হুয়াং ছুয়ান ছি'র আরো একটি জনপ্রিয় গান- 'নীল আকাশ' শুনবো। গানে চীনের ইনারমঙ্গোলিয়া তৃণভূমির সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। এ গানের মাধ্যমে দলটি পরিবেশ সংরক্ষণের চিন্তাধারা প্রচার করতে চায়। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৭