চীনের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ইউ লান
  2020-08-12 13:23:01  cri

আজকের অনুষ্ঠানে আমরা চীনের দারুণ জনপ্রিয় নারী চলচ্চিত্র ব্যক্তিত্ব ইউ লানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি 'Living Forever in Burning Flames' নামে এক চলচ্চিত্রে চিয়াং চিয়ে'র চরিত্রে অভিনয় করেছেন, তিনি 'গণপ্রজাতন্ত্রী চীনের ২২জন চলচ্চিত্র তারকার' মধ্যে অন্যতম একজন, তিনি গণপ্রজাতন্ত্রী চীনের শিশুবিষয়ক চলচ্চিত্র শিল্পের প্রতিষ্ঠাতা, তিনি চীনের চিলড্রেন ফিল্ম স্টুডিওয়ের প্রথম প্রধানের দায়িত্বও পালন করেছিলেন। গত ২৭ জুন রাতে ৯৯ বছর বয়সী ইউ লান কিংবদন্তি জীবনের অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।

'চীনের চলচ্চিত্রাঙ্গনে তিনি প্রবীণ ও শ্রদ্ধেয় একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব।' চীনের চলচ্চিত্র নির্মাতা সমিতির ভাইস চেয়ারম্যান ইন হোং এভাবেই তাঁর মূল্যায়ন করেছেন। ইউ লানের মৃত্যুর কারণে চীনের চলচ্চিত্রাঙ্গনের গুরুতর ক্ষতি বলে তিনি মনে করেন।

ইউ লান ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। ১৮ সেপ্টেম্বরের ঘটনার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পেইপিং শহরে আসেন। ৭ জুলাইয়ের ঘটনার পর অ্যান্টি-জাপানিজ বেস অঞ্চলে যাওয়ার ইচ্ছা করেন। তবে, মাঝপথে তিনি জাপানি সেনাদের হাতে গ্রেফতার হন এবং জেলখানায় তাঁকে নির্যাতিত করা হয়। সৌভাগ্যের বিষয় হলো, অবশেষে তাঁকে জেলখানা থেকে উদ্ধার করা হয়। ১৯৩৮ সালের অক্টোবর মাসে তিনি ইয়েন আনে পৌঁছান এবং তাঁর নতুন জীবন শুরু হয়।

ইয়েন আনে শিল্প অনুরাগী ইউ লান লেখাপড়ার পাশাপাশি নানা অনুষ্ঠান পরিবেশন করেন। তারপর তিনি 'রেপাটার থিয়েটারের' একজন অভিনেত্রী হয়ে ওঠেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর তিনি বেইজিং ফিল্ম স্টুডিওতে কাজ শুরু করেন। তিনি যথাক্রমে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

'তিনি মনপ্রাণ দিয়ে অভিনয়ে লেগে থাকেন, আবেগী চরিত্র সৃষ্টি করেন এবং অভিনয়ের মাধ্যমে চীনের বিপ্লবের জন্য কাজ করেন। তাঁর অভিনয়ে দর্শকেরা মুগ্ধ হন এবং চলচ্চিত্রে তাঁর এক একটি ভাবমূর্তি অনন্য।' চীনের জাতীয় চলচ্চিত্র পরিচালক চাই চুন চিয়ে এভাবে ইউ লানের মূল্যায়ন করেন।

যেসব চলচ্চিত্রে ইউ লান অভিনয় করেন সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো 'Living Forever in Burning Flames' নামে চলচ্চিত্রের চিয়াং আপার চরিত্র। ১৯৬১ সালে ইউ লান 'লাল পাথর' নামে একটি উপন্যাস পড়েন। তখন থেকে তিনি বিপ্লবীদের গল্প বড় স্ক্রিনে প্রদর্শনের সিদ্ধান্ত নেন। তারপর তিনি বেশ কয়েক বছর সময় দিয়ে ৩ লাখেরও বেশি অক্ষরের নোট লিখেন।

'ইউ লান অভিনীত চিয়াং আপা'র ভাবমূর্তি অপরিহার্য। বহু বছর ধরে সমাজ ও তরুণ-তরুণীদের বড় হওয়ার প্রক্রিয়ায় এই চরিত্র শিক্ষাদানের ভূমিকা পালন করে আসছে।' চীনের চলচ্চিত্র নির্মাতা সমিতির ভাইস চেয়ারম্যান ইন হোং এমনটাই মনে করেন।

চীনের শিশু ও কিশোর চলচ্চিত্র সমিতির মহাপরিচালক হৌ খ্য মিং বলেন, তরুণ বয়স থেকে ইউ লান বিপ্লব নিয়ে কাজ করা শুরু করেন। একজন ছাত্রী হিসেবে তিনি বিপ্লবী দলে যোগ দেন। তাঁর অভিজ্ঞতার কারণে তিনি প্রাণবন্তভাবে চিয়াং আপা'র এই চরিত্রে অভিনয় করতে সক্ষম হয়েছিলেন।

চীনের শিশু ও কিশোর চলচ্চিত্র সমিতির মহাপরিচালক হৌ খ্য মিং বলেন, ৬০ বছর বয়সী ইউ লান হচ্ছেন গণপ্রজাতন্ত্রী চীনের শ্রেষ্ঠ অভিনেত্রী। ৬০ বছর বয়সে এসে তিনি শিশুবিষয়ক চীনের গোটা চলচ্চিত্রের সৃজনশীলতা ও উত্পাদনে নেতৃত্ব দেন এবং শিশুবিষয়ক চলচ্চিত্রে বিশাল অবদান রাখেন।

১৯৮১ সালে ৬০ বছর বয়সী ইউ লান চীনের চিলড্রেন ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন। চীনের চিলড্রেন ফিল্ম স্টুডিওয়ের প্রথম প্রধান হিসেবে ইউ লানের নেতৃত্বে চীনের শিশুবিষয়ক চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ কৃতিত্ব রাখেন এবং আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য একগুচ্ছ চীনা চলচ্চিত্র সৃষ্টি হয়। 'Four Buddies' নামে চলচ্চিত্রটি ১৯৮২ সালে ইতালির ১২তম (Giffoni) গিফোনি আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উত্সবের সেরা পুরষ্কার জয় করে। 'Yin sheng age' চলচ্চিত্রটি ১৯৮২ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ শিশু ফিচার ফিল্মের পুরস্কার লাভ করে। 'Young Peng Dehuai' নামের চলচ্চিত্রটি ১৯৮৬ সালের ষষ্ঠ (Golden Rooster Award) গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ শিশুবিষয়ক ফিচার ফিল্মের পুরস্কার লাভ করে।

চীনের শিশু ও কিশোর চলচ্চিত্র সমিতির মহাপরিচালক হৌ খ্য মিং বলেন, ৯০ বছর বয়সে ইউ লান বহুবার শিশু চলচ্চিত্র পর্যালোচনার কাজে অংশ নেন। শিশু ও শিশুবিষয়ক চলচ্চিত্র শিল্পের প্রতি যত্ন নেওয়া ছিল তাঁর জীবনের শেষের দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

চায়না ফিল্ম পর্যালোচনা সমিতির মহাপরিচালক রাও শু কুয়াং বলেন, ইউ লান সবসময়ই অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে নানা বিষয় বিবেচনা করতেন। শিশুবিষয়ক চলচ্চিত্র শিল্পে তিনি অনেক পরিশ্রম করেন। রাও শু কুয়াং স্মৃতিচারণ করে বলেন, শিল্পের প্রতি আগ্রহ এবং জীবনের প্রতি সমঝোতা নিয়ে ইউ লান শত বছরের জীবনে ক্যারিয়ার ক্ষেত্রে উজ্জ্বল কৃতিত্ব অর্জন করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের চলচ্চিত্রের জন্য বিশাল খ্যাতিও বয়ে এনেছেন।

চীনের চলচ্চিত্র নির্মাতা সমিতির ভাইস চেয়ারম্যান ইন হোং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউ লান সক্রিয়ভাবে নানা গণকল্যাণমূলক অনুষ্ঠানে অংশ নেন। চলচ্চিত্র শিল্পের প্রতি তাঁর বিশ্বাস ও দায়িত্বশীল মনোভাব শিক্ষণীয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040