বন্ধুরা, শুনছিলেন আন হু'র কন্ঠে 'দেবদূত আমার পরিবর্তে তোমাকে ভালবাসবে' শীর্ষক গান। ১৯৯৪ সালে তিনি চীনের তাইওয়ানের টিভি অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৭ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান হোস্ট করেন। ২০০২ সালে তিনি টিভি সিরিজে মূল চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে তিনি 'কোস্মো' ম্যাগাজিনের দৃষ্টিতে ২০০৪ সালের সবচেয়ে আকর্ষণীয় মানুষ নির্বাচিত হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সম্পদ পুষ্প' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। তিনি কন্ঠশিল্পী ওয়াং লিন'র সঙ্গে গানটিতে কন্ঠ দেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আন হু'র কন্ঠে 'সম্পদ পুষ্প' শীর্ষক গান। ২০০৫ সালে তিনি বেইজিং শহরের চীনা কমিউনিস্ট পার্টির কমিটির প্রচার বিভাগের অলিম্পিক গেমস সভ্যতা তারকার পুরস্কার লাভ করেন। ২০১৫ সালের ১৫ এপ্রিল তাঁর অভিনয়ের আরেকটি টিভি সিরিজ রিলিজ হয়। ২০১৬ সালে তাঁর অভিনয়ের চলচ্চিত্রে রিলিজ হয়। ২০১৭ সালে তিনি দু'টি গান প্রকাশ করেন। ২০১৮ সালে তিনি নতুন ইপি প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'দেবদূতের পাখা' শীর্ষক গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আন হু'র কন্ঠে 'দেবদূতের পাখা' শীর্ষক গান। তিনি তালিয়ান শহরের সমুদ্রের পাশে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা একজন অপেরা অভিনেতা। বাবাও একজন অভিনেতা। ছোটবেলা থেকে পরিবেশনায় তাঁর আগ্রহ ছিল। ১৮ বছর বয়সী আন হু লিয়াওনিং অপেরা বিদ্যালয়ের নাটক বিভাগে ভর্তি হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বড় ভাইকে ধন্যবাদ' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আন হু'র কন্ঠে 'বড় ভাইকে ধন্যবাদ' শীর্ষক গান। বিনোদনজগতে প্রবেশ করার আগে তিনি পর্যটন শিল্পে কাজ করতেন। এরপর তিনি বেইজিংয়ে এসে পাবে গান গাইতে শুরু করেন। তিন বছর পর তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। পরে তিনি হুনান টিভি কেন্দ্রের অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ শুরু করেন। আস্তে আস্তে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মাতাল বিউটি' শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)