ভারতের অন্ধ্র প্রদেশে কোভিড-১৯ সংক্রান্ত হোটেলে অগ্নিকাণ্ডে ১০জন নিহত
  2020-08-09 19:17:25  cri
অগাস্ট ৯: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে একটি হোটেলে আজ (রোববার) ভোর ৫টায় আগুন লাগে। দুর্ঘটনায় কমপক্ষে ১০জন নিহতের খবর পাওয়া গেছে। ওই হোটেলটি কোভিড-১৯ প্রতিরোধের কাজে ব্যবহৃত হচ্ছে। দেশটির গণমাধ্যম আজ (রোববার) এ খবর জানিয়েছে।

অগ্নিকাণ্ডে ১০জন নিহত ও ১৮জন আহত হয়। এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, ভোর ৫টায় দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ২৫ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়।

হোটেল কর্মচারীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অনেকে দুতলা থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ৫০জনেরও বেশি কোভিড-১৯ রোগী ছিল।

ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য নেতারা দুর্ঘটনার জন্য শোক জানিয়েছেন। কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত প্রতিষ্ঠানে এ নিয়ে দ্বিতীয়বার আগুন লাগল।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040