রোববারের আলাপন-200809
  2020-08-09 17:09:24  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না মিডিয়া গ্রুপের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বড় ভাই, আপনি চীনের নাচ দেখেছেন?

আলিম:...

আকাশ: আচ্ছা, বন্ধুরা, আমরা আজকে দু'জন চীনা কৃষকদের নাচের গল্প আপনাদের শোনাবো, কেমন?

ম্যাডাম ফেং সিও ইং ও তাঁর স্বামী ফান টে টুও হচ্ছেন চীনের চে চিয়াং প্রদেশের ওয়েন চৌ শহরের গ্রামবাসী। দু'জনই তরুণ বয়সে জন্মস্থান ত্যাগ করে বাইরে গিয়ে চাকরি শুরু করেন। অবশেষে নিজেদের কিছু টাকা জমা হওয়ার পর, নিজেদের একটা দোকান খোলার পরিকল্পনা করেন। কিন্তু এ সময়ে জনাব ফান টে টুওয়ে গাড়ি দুর্ঘটনা পড়েন। হাসপাতাল ছাড়ার পর, তাঁর মারাত্বক মানসিক সমস্যা দেখা দেয়। উনি সবসময় একা একা ঝিমাতেন। স্ত্রীকে না দেখলেই তিনি নার্ভাস হয়ে যেতেন।

ওই সময়ে ম্যডাম ফেং সিও সিংকে পরিবারের ব্যবসা, স্বামী ও বাচ্চাদের যত্ন নিতে হতো। শারীরিক ও মানসিক চাপের মধ্যে থাকতেন তিনি। প্রতিদিনই উনি অত্যন্ত ক্লান্ত হতেন। তারপর, তিনিও কিছু শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন।

উনি বলেন, 'আমি যতই খাই থাক না কেন, সবসময় ক্ষুধার্ত বোধ করতাম। চিকিৎসক পরীক্ষা করার পর বলেন, সম্ভবত দারুণ মানসিক চাপের কারণে এমনটা হয়েছে।'

চিকিৎসক তাঁকে প্রস্তাব দেন যে, বেশি বেশি খেলাধুলা করবেন। এর প্রেক্ষাপটে, তিনি একটি বিশেষ ধরণের নাচ শেখেন।

আলিম: কী ধরনের নাচ?

আকাশ: এ নাচ আসলে মাইকেল জ্যাকসন বা ব্রেক ডান্সের মতোই একটা নাচ। এ নাচ খুবই দ্রুতলয়ের । উনি এ নাচ নেশার মতোই পছন্দ করেন। কয়েক দিনের চর্চার পর, তিনি তাঁর স্বামীকে নিয়ে একসাথে এ নাচ করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে জনাব ফান টে টুও বলেন,

আলিম:"আমি একজন পুরুষ তো, কী নাচ করব! আমার স্ত্রী বলেন, তুমি না করলেও সমস্যা নেই, একটু দেখ, কেমন? তারপর আমি ওর সাথে ওখানে গিয়ে এ নাচ দেখি। দেখে একসময় পছন্দ করতে শুরু করলাম। এ নাচের বিট খুবই দ্রুত, দেখতেও অনেক মজার।"

আকাশ: ওই দিন জনাব ফান টে টুও অনেক সময় নাচ করেন, আনন্দ পান ও ঘামেন। বাসায় ফিরে গোসল করে একটা দারুণ আরামদায়ক ঘুম দেন। এ দিন থেকেই তাঁরা দু'জনই সকালে নাচ করতে শুরু করেন, সন্ধ্যায় নাচ করেন, বিশ্রাম নেওয়ার সময়্‌ও নাচ করেন। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে এ নাচ শেখাও অব্যাহত রাখেন। তাঁরা দু'জনই পরস্পরকে সাহায্য করেন নাচ ঠিক করতে ও অব্যাহতভাবে উন্নত করতে।

নাচ করতে করতে জনাব ফান টে টুওয়ের শরীরের অবস্থা অনেক ভাল হয়েছে, আর দুশ্চিন্তা নেই। তিনি অন্যদের সাথে ক্রমে ক্রমে বেশি বেশি কথা বলতে বা হাসতে পছন্দ করা শুরু করেন।

মাড্যাম ফেং সিও ইং বলেন,

আলিম: " সবাই বলেন যে আমাকে দেখতে আগের চেয়ে তরুণ লাগে। তারা আরও বলেন, আমার স্বামীও দেখতে আগের চেয়ে আরও সবুজ ও সতেজ হয়েছেন। আমি বলি, তা হয়ত নাচের কারণে।"

নাচ শুরু কিছুদিন পর তারা ভাবেন, কেন নিজেদের ইচ্ছা আনুযায়ী নাচের কিছু ভিন্ন মুদ্রা সৃষ্টি করি না! এজন্য তারা দুজন একসাথে আলোচনা করতে করতে নতুন নাচের মুদ্রা উদ্ভাবন করেন। ওই মুদ্রার মধ্যে রয়েছে চুল আঁচড়ানোর মুদ্রা; হাঁসের হাঁটার মুদ্রা; ইত্যাদি। এসব মুদ্রার ধারণা তারা নিয়েছেন গ্রামের জীবন থেকে। এ দম্পতি এরকম নাচ চর্চা করতে করতে চার বছর পার করে দিয়েছেন।

এ বছর কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে লকডাউন ব্যবস্থা নেয়ার পর, সবাই বাসায় থাকেন। এজন্য ম্যাডাম ফেং সিও ইং মোবাইল অ্যাপ টিকটকে তাঁর নিজের অ্যাকাউন্ট খুলেন এবং তাঁদের গ্রামের বাড়ির সামনে বা গ্রামের রাস্তায় নাচের ভিডিও করে তা আপলোড করতে থাকেন। অনেকে তাঁদের নাচ অনেক পছন্দ করেন ও লাইক দেন। চলতি বছরের ৯ মে তাঁরা প্রথম ভিডিও আপলোড করেন টিকটকে। জুলাই মাস পর্যন্ত তাদেঁর ফ্যানের সংখ্যা ৩২ লাখে পৌঁছায়। এ পর্যন্ত তারা ২.৭ কোটি লাই্ক পেয়েছেন। একজন ফ্যান ভিডিওর নিচে লিখেছেন: "আমার অস্ত্রোপচার হয়েছে। ঘা এখনও শুকায়নি। কিন্তু তাদের নাচের ভিডিও দেখে আমি মনে করি জীবন সুন্দর, ক্ষতের কোনো ব্যথা নেই!"  আরেক জন ইন্টারনেট ব্যবহারকারী বলেন, " এটা হচ্ছে আমাদের সাধারণ জীবনের সুখের রূপ। "

ম্যডাম ফেং সিও ইং বলেন, প্রতিবার নাচ শেষে তিনি তাঁর স্বামীকে আলিঙ্গন করেন। এ কয়েক বছরের স্মৃতি তাকে আপ্লুত করে। গাড়ি দুর্ঘটনা, অসুস্থতা, জীবনের জন্য লড়াই...অনেক কথা মনে পড়ে।

তিনি বলেন,

আলিম: "প্রতিদিন আমরা এখন ক্ষেতে গিয়ে চাষের কাজ করি। আমরা ভুট্টা ও বেগুন চাষ করি। আবার অবসরে অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে নাচ করি। সহজ ও আনন্দময় জীবন। আর কী চাই!"

তাদের গ্রামের কমিটির প্রধান লিন ফা কুও বলেন, ফান টে টেও ও ফেং সিও ইং আগে জম্মস্থানের বাইরে চাকরি করতেন, গাড়ী দুর্ঘটনার পর তাঁরা গ্রামে ফিরে এসে ক্ষেতে চাষ করা শুরু করেন। গ্রামে তুলনামুলকভাবে তাদের আর্থিক অবস্থা ভাল ছিল না। কয়েক বছর আগে তাঁরা হঠাৎ করে নাচ শুরু করেন এবং মাঝে মাঝে নাচ গ্রামবাসীদের দেখাতেন।

তিনি বলেন,

আলিম: "তাঁরা এখন ইন্টারনেটে জনপ্রিয় হয়েছেন, আমাদের একী গ্রামের মানুষও অনেক খুশি ও তাঁদেরকে সমর্থন করি। তাঁরা আমাদের নিয়ে একযোগে নাচ করতেও আগ্রহী।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040