'মূল-ভূভাগের নিউক্লিক এসিড পরীক্ষাকারী চিকিত্সা সহায়কদল' হংকংয়ে পরীক্ষাকাজ শুরু করেছেন
  2020-08-08 19:24:56  cri

অগাস্ট ৮: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের মুখপাত্র শুক্রবার জানান, হংকং সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতে চীনের কেন্দ্রীয় সরকার 'মূল-ভূভাগের নিউক্লিক এসিড পরীক্ষাকারী চিকিত্সক সহায়কদল' হংকংয়ে পাঠিয়েছে। দলটি ইতোমধ্যে হংকংয়ে কাজ শুরু করেছে। এতে হংকংয়ের কোভিড-১৯ পরীক্ষার ক্ষমতা বাড়বে এবং হংকংয়ে ভাইরাস প্রতিরোধের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের মুখপাত্র জানান, আর্ক হাসপাতাল বা অস্থায়ী হাসপাতাল নির্মাণে দেশের মূল-ভূভাগের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা অনেক বেশি। হংকং সরকার কেন্দ্রীয় সরকারের চিকিত্সকদল হংকংয়ের কর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা এবং পেশাদারী পরামর্শ প্রত্যাশা করে।

তিনি জোর দিয়ে বলেন, কোভিড-১৯ প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানায় হংকং প্রশাসন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040