চীনের সচল রেলপথের দৈর্ঘ্য ১.৪ লাখ কিলোমিটারের বেশি
  2020-08-08 19:02:09  cri

অগাস্ট ৮: চীনের জাতীয় রেল কোম্পানির তথ্য অনুযায়ী, জুলাই মাসে চীনের রেল খাতে বিনিয়োগকৃত স্থায়ী সম্পদের পরিমাণ ৬৭১০ কোটি ইউয়ান; যা গত বছরের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত চীনে চালু থাকা রেলপথের দৈর্ঘ্য ১ লাখ ২১ হাজার ৪০০ কিলোমিটার। এর মধ্যে হাই স্পিড রেলপথের দৈর্ঘ্য ৩৬ হাজার কিলোমিটার।

শাংহাই-সুচৌ-নান থুং রেলপথ এবং আন সুন-লিউ পান সুই হাই স্পিড রেলপথ ১ জুলাই ও ৮ জুলাই চালু হয়। জুলাই মাসের শেষ দিকে চীনে নতুন করে ১৩১০ কিলোমিটার রেলপথ তৈরি করা হয় এবং এর মধ্যে ৭৩৩ কিলোমিটার হাই স্পিড রেলপথ। বছরের শেষ দিকে ইন ছুয়ান-সি আন  এবং হ্য ফেই-আন ছিংসহ হাই স্পিড ট্রেন রুট চালু হবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040