ভারতে বিমান দুর্ঘটনায় অন্তত ১৮জন নিহত
  2020-08-08 18:55:43  cri

 

অগাস্ট ৮: গতকাল (শুক্রবার) ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে দুবাই থেকে আসা যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই টুকরা হয়ে যায়। এতে অন্তত ১৮ জন নিহত ও ১২৭জন আহত হয়েছেন। ওই সময় ভারী বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন বিভাগ জানায়, বিমানের দুই পাইলটসহ মোট ১৮জন নিহত হয়েছেন। আরও ১৬জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ প্রধান রাজনৈতিক নেতারা সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তাঁরা।

দুর্ঘটনার কারণ এখনও সুস্পষ্ট নয়। তবে, বিমান অবতরণের সময় ঝড়বৃষ্টি হচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, অবতরণের সময় বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দয়।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040