চীনে  অভ্যন্তরীণ আর্থিক প্রবাহকে গুরুত্ব দেওয়া হবে
  2020-08-08 18:49:06  cri

অগাস্ট ৮: চীনে অভ্যন্তরীণ আর্থিক প্রবাহকে গুরুত্ব দেওয়া হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আর্থিক প্রবাহ এগিয়ে নেওয়া হবে। সম্প্রতি অর্থনৈতিক উন্নয়নের নতুন এ কৌশল উত্থাপন করেছে চীন। চায়না মিডিয়া গ্রুপ এ খবর জানিয়েছে।

অনেকেই আশঙ্কা করছে, 'চীন উন্মুক্তকরণ বন্ধ করবে' এবং 'চীনের উন্নয়ন অন্তঃমুখী হয়ে যাবে'।প্রবন্ধে বলা হয়, চীন সম্পর্কে এমন ধারণা একেবারে ভুল।

অভ্যন্তরীণ  আর্থিক প্রবাহ-কৌশলের লক্ষ্য হচ্ছে, এতে দেশের অব্যাহত চাহিদা এবং অর্থনীতির উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেওয়া। দেশের অভ্যন্তরীণ আর্থিক প্রবাহ বাড়ানো মানে উন্মুক্তকরণ বন্ধ করা নয়, বরং উন্মুক্তকরণ অব্যাহতভাবে এগিয়ে নেওয়া। এতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়বে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040