চীনে বৈদেশিক মুদ্রার মজুদ টানা চার মাস ধরে বাড়ছে
  2020-08-08 16:14:31  cri

অগাস্ট ৮: চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন জানিয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত চীনে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৩ ট্রিলিয়ন ১৫৪ বিলিয়ন ৪০০ মিলিয়ন মার্কিন ডলার; যা গত মাসের তুলনায় ১.৪ শতাংশ বা ৪২ বিলিয়ন ১০০ মিলিয়ন ডলার বেশি। চীনে বৈদেশিক মুদ্রার মজুদ টানা চার মাস ধরে বাড়ছে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের মুখপাত্র ওয়াং ছুন ইং মনে করেন, জুলাই মাসে চীনের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল ছিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ প্রধান অর্থনৈতিক সত্তাগুলো আর্থিক উদ্দীপনা বাড়িয়েছে, আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় অন্যান্য মুদ্রা শক্তিশালী হয়ে উঠেছে এবং নানা কারণে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে।

চায়না মিনশেং ব্যাংকের প্রধান গবেষক ওয়েন বিন বলেন, প্রকৃত বাণিজ্য ও সীমান্তপার অর্থ প্রবাহ জুলাই মাসের বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আগামীতেও চীনে বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীলতা বজায় রাখতে পারবে বলে আশা করেন তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040