'গণস্বাস্থ্য চর্চা দিবস' উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দিক-নির্দেশনা
  2020-08-08 16:09:33  cri

অগাস্ট ৮: ২০০৮ সালের ৮ অগাস্ট বেইজিংয়ে অলিম্পিক গেমস উদ্বোধন করা হয়। তারপর থেকে প্রতি বছরের ৮ অগাস্ট 'গণস্বাস্থ্য চর্চা দিবস' উদযাপিত হয়ে আসছে। সম্প্রতি এ সম্পর্কে দিক-নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

এ বছরের দিবসের প্রতিপাদ্য হচ্ছে, 'গণস্বাস্থ্য চর্চা বাড়ানো এবং সার্বিক সচ্ছল সমাজ গঠনে সহায়তা করা।'

গণস্বাস্থ্য চর্চার উদ্যোক্তা ও অনুশীলনকারী হিসেবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, 'একজন সম্পূর্ণ মানুষ হিসেবে সমৃদ্ধ জ্ঞান ও সংস্কৃতির পাশাপাশি স্বাস্থ্যকর মস্তিষ্ক ও শক্তিশালী দেহ গঠন করা প্রয়োজন। তাই ক্রীড়ার মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্য উন্নত করা উচিত।

সি চিন পিং গণস্বাস্থ্য খাতে গুরুত্বারোপ করেন। সার্বিক সচ্ছল সমাজ গঠনে এ বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে এবং জাতীয় কৌশল হিসেবে নির্ধারণ করা হয়েছে। দেশের দীর্ঘকালীন উন্নয়ন ও জাতীয় পুনরুত্থানের লক্ষ্যে সি চিন পিং স্বাস্থ্যকর চীন প্রতিষ্ঠার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য মানুষের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় উপাদান এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভিত্তি। কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বরাবরই 'জনগণের জীবন ও স্বাস্থ্যকে সবকিছুর ওপর অগ্রাধিকার দিয়ে আসছেন। তিনি জনগণের শরীর চর্চার চাহিদা মেটাতে এবং সার্বিক মানবিক উন্নয়নে জাতীয় কৌশল প্রণয়ন করেছেন।

তরুণরা শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয়। এক্ষেত্রে মজবুত স্বাস্থ্য ও শক্তিশালী দেহ গুরুত্বপূর্ণ। ২০২০ সালের ২১ এপ্রিল, শায়ানসি প্রদেশের লি জেলার লাও সিয়ান উপজেলার কেন্দ্রীয় প্রাথমিক স্কুল পরিদর্শনের সময় সি চিন পিং পিং বলেছিলেন, উন্নত মানসিকতার সভ্যতা গঠনের পাশাপাশি দেহকেও শক্তিশালী করা প্রয়োজন। শিক্ষার্থীদের তিনি বলেছিলেন, ক্রীড়া ও শরীর চর্চা জোরদার করে ভালো স্বাস্থ্য গঠন করতে হবে। এভাবেই দেশ গঠনের জন্য শক্তিশালী জনশক্তি তৈরি হবে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040