মধ্যপ্রাচ্যের মহামারী পরিস্থিতি ভালো নয়; কিছু দেশে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে
  2020-08-07 17:28:44  cri

অগাস্ট ৭: গতকাল (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যের অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাশাপাশি, সৌদি আরব, কুয়েত ও ওমানসহ কয়েকটি অবস্থার ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

ফিলিস্তিনে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, এই ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৪ জনে। মোট ৯৫ জন মারা গেছে।

এদিন সংযুক্ত আরব আমিরাতের পরিসংখ্যানে বলা হয়, এই ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৯ জন এবং মোট আক্রান্ত ৬১ হাজার ৮৪৫ জন। মোট ৩৫৪ জন মারা গেছে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, এদিন নতুন করে আক্রান্ত রোআমা গীর সংখ্যা ১৬৪০ জন এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯ হাজার ৫৫৯ জন। মোট ৫৭৬ জন মারা গেছে।

এ ছাড়া, কিছু দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। যেমন, সৌদি আরব কুয়েত এবং ওমান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040