চলতি বছরের প্রথমার্ধে থিয়ান চিন থেকে ১৭৭টি চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস নতুন করে চালু
  2020-08-07 17:25:54  cri

অগাস্ট ৭: চলতি বছরের প্রথমার্ধে থিয়ান চিন থেকে ১৭৭টি চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস নতুন করে চালু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের থিয়ান চিন শুল্ক বিভাগ এ তথ্য জানায়।

বছরের দ্বিতীয় প্রান্তিকে থিয়ান চিন বন্দরে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের চলাচলের অবস্থা প্রথম প্রান্তিকের চেয়ে ভাল ছিল। এসময় ৯২টি ট্রেনের মাধ্যমে ৯৯৩০ টিইইউ পণ্য পাঠানো হয়।

কোভিড-১৯ মহামারীর বিশেষ সময়ে থিয়ান চিন শুল্ক বিভাগ স্থানীয় বন্দরের চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের বৈশিষ্ট্য অনুযায়ী, অনেকগুলো ব্যবস্থা যৌথভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। থিয়ান চিন শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থাগুলোর মাধ্যমে লজিস্টিকসহ সংশ্লিষ্ট কাজের প্রক্রিয়া সুসংহতভাবে সহজ করা সম্ভব হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040