চীনা অর্থনীতির উন্নয়নের সম্ভাবনায় আস্থাশীল বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো
  2020-08-06 19:29:13  cri


সম্প্রতি চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক জরিপে বলা হয়, ৯৯.১ শতাংশ বিদেশি প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ ও ব্যবসা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোয়ালকম ও বোস্টন কনসাল্টিং গ্রুপসহ দশটি মার্কিন প্রতিষ্ঠান আছে। কোভিড-১৯ মহামারীর মধ্যেও বিদেশি প্রতিষ্ঠানগুলো চীনের অর্থনীতি নিয়ে আশাবাদী।

এটি কেবল যে চীনা অর্থনীতির নিজের সুপ্তশক্তির জন্য তা নয়, এর সাথে চীনা অর্থনীতির অব্যাহত উন্নয়নের নতুন সম্ভাবনাও জড়িত।

সবাই খেয়াল করে থাকবেন যে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা অর্থনীতি ছিল স্থিতিশীল ও প্রবৃদ্ধি হয়েছে। প্রথম প্রান্তিকে জিডিপি'র পরিমান ৬.৮ শতাংশ কমে যায়। তার পর দ্বিতীয় প্রান্তিকে জিডিপি বাড়ে ৩.২ শতাংশ। গোটা চীনে বিদেশি পুঁজি ব্যবহারের বাস্তব পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮.৪ শতাংশ বেশি। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক এশিয়া গবেষণালয়ের অর্থনীতিবিদ রিচার্ড টি গ্রিফিথস বলেছেন, চীন স্থায়ীভাবে গোটা বিশ্বের শীর্ষ বিনিয়োগ আকর্ষণকারী দেশ হতে পারে। এ থেকে স্পষ্ট যে, চীন মহামারী প্রতিরোধ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

আসলে মহামারীতে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি, শিল্প, পরিষেবা শিল্প, ভাগ্য ও বিনিয়োগের অনেক ক্ষতি হয়েছে। এখনও চীনা অর্থনীতির সম্মুখীন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা অনেক বেশি। কিন্তু চীনা নেতারা এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। চীন দেশি ও বিদেশি পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নেওয়া চেষ্টা করছে।

চীনা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 'ডাবল লুপ' একটি বহুল ব্যবহৃত টার্ম। এটি চীনা অর্থনীতির উন্নয়নে কৌশলগত নির্দেশনা দিয়েছে। চীনের আরও বিশাল উন্নয়নের সম্ভাবনা খুলতে সহায়ক হবে এটি।

তাহলে, ডাবল লুপ মানে কী? 'দেশের অভ্যন্তরীণ চাহিদাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া' এর একটি অর্থ। অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চীনা জনগণের সমস্যাগুলোর ভালভাবে সমাধান করতে হবে। বর্তমানে সংরক্ষণবাদ বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতির নিম্নদিকে চলে যাওয়ার প্রেক্ষাপটে বাইরের বাজারের ওপর অতিরিক্তভাবে নির্ভর করা সহজেই প্রভাবিত হচ্ছে। সুতরাং, দেশের অভ্যন্তরীণ চাহিদা সুষ্ঠুভাবে মেটানো তথা 'দেশের অভ্যন্তরীণ চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া' নিঃসন্দেহে বাইরের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক।

এই ক্ষেত্রে চীনে বেশ অনেক সুবিধা রয়েছে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ হওয়ার বিগত ৪০ বছরে দেশটিতে ব্যাপক মাত্রায় বস্তুগত ভিত্তি সৃষ্টি হয়েছে। বিশ্বে সবচেয়ে সুসম্পূর্ণ ও সর্বোচ্চ মাত্রার শিল্প সরবরাহ চেইন রয়েছে চীনে। এতে ১৪০ কোটি মানুষের বড় বাজার ও ৪০ কোটি মধ্যবিত্ত মানুষ রয়েছে। এসব ফ্যাক্টর চীনকে নিজের অভ্যন্তরীণ চাহিদা পূরণসংক্রান্ত অর্থনৈতিক উন্নয়নে আরও চালিকাশক্তি যোগাবে।

সম্প্রতি একপক্ষবাদের পক্ষের ও বিশ্বায়নবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। এর মধ্যেই চীন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী উন্মুক্তকরণ বাড়াচ্ছে। চীন বিদেশি প্রতিষ্ঠাগুলোকে চীনে বিনিয়োগের বেশি সুবিধা দিচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের অনুমান অনুযায়ী, এ বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার মাইনাস ৪.৯ ও ৫.২ হবে।। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর অর্থনীতির নিম্নমুখী প্রবণতা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে প্রকাশিত 'বিশ্বের পুঁজি রিপোর্ট --২০২০'তে বলা হয়, এ বছর বৈশ্বিক বিদেশি সরাসরি পুঁজি বিনিয়োগ 'এফডিআই'র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। এই প্রেক্ষাপটে চীনের অর্থনীতির উন্নয়ন বিশ্বে গুরুত্বপূর্ণ।

চলতি বছরের প্রথমার্ধে চীনে ফ্রান্সের কসমেটিক্স-সামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান ল'অরিয়ালের পণ্য বিক্রি বেড়েছে ১৭.৫ শতাংশ। রিপোর্ট অনুসারে, কোভিড-১৯ মহামারীর প্রভাবে এ বছরের প্রথমার্ধে ল'অরিয়ালের পণ্যবিক্রি বিশ্বব্যাপী কমেছে। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী বিক্রি দাঁড়ায় ১৩.০৭ বিলিয়ন ইউরোতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৭ শতাংশ কম। রিপোর্টে আরও বলা হয়, বছরের প্রথমার্ধে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলে ল'অরিয়াল গোষ্ঠীর পণ্যবিক্রির পরিমাণ ১০ শতাংশ কমেছে। আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠানটির বিক্রি কমে ৩.৯ শতাংশ। এ থেকে স্পষ্ট যে, চীনা ভোক্তা বাজারের দ্রুত উন্নয়ন ল'অরিয়ালের স্থিতিশীল উন্নয়নে শক্তিশালী ভিত্তি সৃষ্টি করেছে।

পাশাপাশি, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে শক্তিশালী সমর্থন দিয়েছে। এইচএসবিসি গ্রুপের ব্যবস্থাপক এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বলেন, বৈশ্বিক প্রস্তাব হিসেবে 'এক অঞ্চল, এক পথ' উচ্চ গুণগত মান ও অবিরাম পুঁজি বিনিয়োগের নেটওয়ার্ক সৃষ্টি করতে সক্ষম। এটি বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও জানান তিনি।

এ ছাড়া, একসেঞ্চার কোম্পানি জানায়, 'বৈদেশিক পুঁজি বিনিয়োগ আইন' চীনা অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। এটি চীনা অর্থনীতির চালিকাশক্তি বজায় রাখতে সহায়ক।

চীনা অর্থনীতির উন্নয়ন বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। এটি বিশ্বায়নকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040