আফ্রিকা মহামারি প্রতিরোধের গুরুত্বপূর্ণ সময়পর্বে রয়েছে: হু
  2020-08-06 16:32:13  cri
অগাস্ট ৬: আফ্রিকার পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ১০টা পর্যন্ত, আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৯৮০,৮৩২ জনে। এর মধ্যে মারা গেছেন ২১,১০২ জন ও সুস্থ হয়েছেন ৬৫৬,০৪০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের মহাপরিচালক মাথশিদিসো মোয়েটি এ তথ্য জানিয়ে বলেন, বর্তমানে আফ্রিকা অঞ্চল মহামারী মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়পর্বে আছে। বিভিন্ন দেশের উচিত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। মহামারীর আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব, যদি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, আফ্রিকার দেশগুলো এখন মহামারী প্রতিরোধে নিজেদের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে অধিকাংশ আফ্রিকান দেশে মাস্ক ও বীজাণুনাশকসহ বিভিন্ন চিকিত্সা-সামগ্রী উত্পন্ন হচ্ছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার শিল্পমন্ত্রী ইব্রাহিম প্যাটেল সম্প্রতি জানান, দক্ষিণ আফ্রিকা নিজস্ব ডিজাইনে ইতোমধ্যেই ভেন্টিলেটর তৈরি করেছে। এসব যন্ত্র বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে। দক্ষিণ আফ্রিকা হচ্ছে ভেন্টিলেটর উত্পাদনকারী প্রথম আফ্রিকান দেশ। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা অগাস্ট মাসের মধ্যে ২০ হাজার ইউনিট ভেন্টেলেটর উত্পাদন করবে।

পাটেল আরও বলেন, দক্ষিণ আফ্রিকা মাত্র চার মাসের মধ্যে ভেন্টিলেটর উত্পাদনের প্রযুক্তি আয়ত্ব করেছে। এ থেকে প্রমাণিত হয় যে, আফ্রিকার দেশগুলো হাই-টেক চিকিত্সাযন্ত্র উত্পাদনে সক্ষম। আফ্রিকার দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে ভাইরাসকে পরাজিত করা সম্ভব। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040