লেবাননে বিস্ফোরণে নিহত ১৩৫; বিভিন্ন দেশের জরুরি ত্রাণসামগ্রী প্রেরণ
  2020-08-06 16:21:41  cri

অগাস্ট ৬: স্থানীয় সময় গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে গুরুতর বিস্ফোরণ ঘটে। এতে, সেদিন রাত ৯টা পর্যন্ত, ১৩৫ জন নিহত, ৫ হাজার আহত, ও অনেকে নিখোঁজ হন। আরাবিয়া টিভি'র খবরে প্রকাশ, এ বিস্ফোরণে আর্থিক ক্ষয়ক্ষতি ১০ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

লেবানন সরকার গতকাল (বুধবার) জরুরি সভা আয়োজন করে। সভায় বৈরুতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত হয়। দ্রুত দুর্গত মানুষজনকে সাহায্য দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশও দেওয়া হয় সভায়।

এদিকে, ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, ইইউ ১০০ জনের জরুরি চিকিত্সকদল পাঠাবে এবং অন্য ত্রাণসামগ্রীও পাঠাবে।

গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাত জরুরিভাবে চিকিত্সা-সামগ্রী পাঠিয়েছে। ৩০ টন সামগ্রীর মধ্যে ওষুধ, ব্যান্ডেজ আর সার্জারির পোশাক রয়েছে। তুরস্কের ত্রাণসামগ্রীও একই দিন বৈরুতে পৌঁছেছে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040