অঙ্গরাজ্যগুলোতে প্রতিরোধের সমন্বিত পদক্ষেপ না-নিলে যুক্তরাষ্ট্রে ভাইরাস আরও ছড়াবে: ডক্টর ফাউচি
  2020-08-06 16:17:48  cri
অগাস্ট ৬: মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ আন্তোনি‌ও ফাউচি গতকাল (বুধবার) সতর্ক করে দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের সকল অঙ্গরাজ্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ না-করে, তবে দেশে করোনাভাইরাস আরও ছড়াবে।

তিনি বলেন, ভাইরাস প্রতিরোধে সফল হতে চাইলে সকল রাজ্যকে নৌকাবাইচের মতো সমন্বিত হতে হবে। ফেডারেল সরকার বিভিন্ন রাজ্যকে নিজস্ব অবস্থা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার অধিকার দিয়েছে। যার ফলে সব ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন নতুন আক্রান্ত রোগী বাড়ছে। এখন অর্থনীতি পুনরুদ্ধারের সময় নয়। কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যে, ভিন্ন ভিন্ন মানদন্ড অনুসারে, অর্থনীতি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মার্কিন নাগরিকদের উচিত সারা দেশের অবস্থা বিবেচনা করা।

এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বেইজিং সময় ৬ আগস্ট সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত, যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪,৮১৬,৫০৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫৭,৮৫৪ জন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৫২৮,১৬৭ জন। আর নিউইয়র্কে মৃতে সংখ্যা সবচেয়ে বেশি, ৩২,৭৫৪ জন। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040