'একশ্রেণির মার্কিন রাজনীতিবিদের ভুল সিদ্ধান্ত বিশ্বকে ধ্বংস করছে'-সিআরআই সম্পাদকীয়
  2020-08-05 19:58:03  cri
অগাষ্ট ৫: কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আগে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন। কিন্তু বর্তমানে সেদেশ বৃহত্তম ঝুঁকিতে পরিণত হচ্ছে। সম্প্রতি রয়টার্সের সাংবাদিক শ্রুতি সরকার এক নিবন্ধে এ মন্তব্য করেন।

যদিও ফেডারাল রিজার্ভ অর্থনীতিতে উদ্দীপনা দেওয়ার ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপকভাবে কমেছে। যুক্তরাষ্ট্রে বেকার লোকের সংখ্যা তিন মাসে ৫.১ কোটি ছাড়িয়ে গেছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মার্কিন জিডিপি ৩২.৯ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা মনে করেন, এবারের মার্কিন সরকারের সবচেয়ে মারাত্মক ও হাস্যকর বিষয় হলো বিজ্ঞানকে সম্মান না করা ও মহামারীকে রাজনীতিকায়ন করা। মহামারী নিয়ন্ত্রিত না-করেই সেখানে অর্থনীতি পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা করা হয়।

মার্কিন রাজনীতিবিদরা নির্বাচনে জয়ী হবার জন্য মরিয়া। তারা নাগরিকদের জীবন ও স্বাস্থ্যকেও বিবেচনা করছেন না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা ১.৫ লাখেরও বেশি। বিশ্বের এ সুপার পাওয়ার বর্তমানে কঠিন সঙ্কটে পড়েছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040