মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তাইওয়ান সফরের বিরোধিতা করে বেইজিং: মুখপাত্র
  2020-08-05 19:56:42  cri
অগাষ্ট ৫: মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তাইওয়ান সফরের কর্মসূচির দৃঢ় বিরোধিতা করে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, তাইওয়ান হলো চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু। 'এক-চীন নীতি' হলো দু'দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে ও যথাযথভাবে তাইওয়ানসংশ্লিষ্ট সমস্যা সমাধানের তাগিদ দেয়। এতে চীন-মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক ক্ষতি এড়ানো যাবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040