ফিলিপিনো মন্ত্রীর কথায় আঞ্চলিক শান্তি রক্ষা ও উন্নয়নের ইচ্ছা প্রকাশিত হয়েছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-08-05 19:00:23  cri

 

অগাস্ট ৫: সম্প্রতি ফিলিপিন্সের নিরাপত্তামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা বলেন, প্রেসিডেন্ট দুতের্তের নির্দেশ অনুসারে, উত্তেজনাময় পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে, ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নেবে না। ফিলিপিন্স শান্তিপূর্ণ উপায়ে বিতর্কিত সমস্যা সমাধান করবে এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটাবে। এ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং উন পিন আজ (বুধবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সেদেশের স্বাধীন কূটনীতি প্রতিফলিত হয় এবং আঞ্চলিক শান্তি বজায় রাখা ও উন্নয়ন ত্বরান্বিত করার ইচ্ছাও প্রকাশিত হয়। দক্ষিণ চীন সাগরে কারুর অপচেষ্টা সফল হবে না।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে চীন ফিলিপিন্সসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে একযোগে মহামারী প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে। এতে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা অনেক প্রয়োজন। চলতি বছরের প্রথমার্ধে চীন ও আসিয়ানের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। চীন আশা করে, আসিয়ানের সঙ্গে সহযোগিতা করে মহামারীর চ্যালেঞ্জ অতিক্রম করবে, জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040