'ইউরোপসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের চীনে বিনিয়োগকে স্বাগত জানায় বেইজিং'
  2020-08-05 18:59:18  cri
অগাষ্ট ৫: ১.৪ বিলিয়ন জনসংখ্যা, ৯০০ মিলিয়ন শ্রমসম্পদ এবং ১২০ মিলিয়ন প্রতিষ্ঠানের একটি বড় উন্নয়নশীল দেশ হিসাবে চীন বরাবরই ইউরোপসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানায়। চীন অব্যাহতভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে আরও উন্মুক্ত করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

চীন- ইইউ বাণিজ্য সমিতির চেয়ারম্যান জোয়ার্গ উটেকে সম্প্রতি বলেন, মহামারীতে চীনে ইইউ'র প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু চীন সময়মতো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করায়, ইইউ'র প্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগ অব্যাহত রাখতে ইচ্ছুক। ৬০ শতাংশ ইইউ প্রতিষ্ঠান বলেছে, তাদের কাছে চীন শীর্ষ তিনটি বিনিয়োগ-গন্তব্যের একটি। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040