মহামারী মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই চীনের ওপর দোষ চাপানো হচ্ছে: দি ল্যানসেটের প্রধান
  2020-08-05 16:35:46  cri

অগাস্ট ৫: ব্রিটেনের 'দি গার্ডিয়ান'-এর ওয়েবসাইটে গত সোমবার 'দি ল্যানসেট'-এর প্রধান রিচার্ড হর্টনের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধে বলা হয়, মহামারী মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই কয়েকটি পশ্চিমা দেশ চীনের ওপর দোষ চাপাচ্ছে।

প্রবন্ধে বলা হয়, মহামারীর শুরুর দিক থেকেই চীন বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলের দ্বারা সমালোচিত হয়ে আসছে। মার্কিন প্রশাসনের নেতৃত্বে এই সমালোচনায় যোগ দেন পশ্চিমা দেশগুলোর কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। অথচ চীনের বিরুদ্ধে এই ধরণের প্রচারণার সময় ভাইরাস সম্পর্কে জানা ও গবেষণায় চীনা বিজ্ঞানীদের অবদানকে স্বীকার করা হয়নি। চীনা বিজ্ঞানীরা সবার আগে এই ভাইরাসের মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার রেকর্ড লিপিবন্ধ করেছেন ও তা বিশ্বকে জানিয়েছেন; চীনা বিজ্ঞানীরা সবার আগে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছেন ও বিশ্বকে জানিয়েছেন। তাদেরকে এ জন্য যথাযথ কৃতিত্ব দেওয়া হয়নি।

প্রবন্ধে আরও বলা হয়, মহামারী মোকাবিলার ক্ষেত্রে চীনা বিজ্ঞানীরা চীনা জনগণের জীবনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাদের পরামর্শেই চীনা সরকার 'অলআউট লকডাউনে' গেছে। লকডাউন ব্যবস্থার কার্যকর প্রয়োগের ফলেই চীনে মহামারী নিয়ন্ত্রণ সহজতর হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040