উত্তর কোরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের রিপোর্ট ফাঁসে চীনের অসন্তোষ প্রকাশ
  2020-08-05 15:32:36  cri

অগাস্ট ৫: উত্তর কোরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের রিপোর্ট ফাঁস হওয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধিদলের মুখপাত্র এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের '১৭১৮ কমিটি' শীর্ষক বিশেষজ্ঞ গ্রুপের ২০২০ সালের অর্ধবার্ষিক রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এই ধরণের ঘটনা যাতে আর না-ঘটতে পারে, তা নিশ্চিত করতে জাতিসংঘ সচিবালয়ের উচিত ব্যবস্থা গ্রহণ করা।

মুখপাত্র বলেন, চীন সবসময় ও কার্যকরভাবে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়াসংশ্লিষ্ট প্রস্তাব মেনে আসছে। এই প্রক্রিয়ায় নিজের আন্তর্জাতিক দায়িত্বও বহন করছে চীন। এ জন্য চীনকে ব্যাপক মূল্যও দিতে হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক উপায়ে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে আরও গঠনমূলক ভূমিকা পালন করবে চীন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040