'নিউক্লিক অ্যাসিড পরীক্ষাবিষয়ক মুল-ভূভাগের সহায়তা দল' সম্প্রতি হংকং পৌঁছেছেন এবং তারা হংকংয়ের স্বাস্থ্য মহলের ব্যাপক স্বাগত-শুভেচ্ছা লাভ করেছেন। হংকংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মহামারী প্রতিরোধে বৈচিত্র্যময় অভিজ্ঞতা বয়ে আনার জন্য মুল-ভূভাগের স্বাস্থ্যকর্মীদের প্রতি তাঁরা কৃতজ্ঞ। তাঁরা মহামারী প্রতিরোধে বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে সাহায্য করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশা করেন। হংকংয়ের একটি হাসপাতালের প্রথম ভাইস চেয়ারম্যান থান চেন কুও বলেন,
'আমি মনে করি, হংকংয়ের স্বাস্থ্য মহল বা হংকংবাসীদের বাস্তব সাহায্য দিতে পারেন মুল-ভূভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই সহায়তা দল। কারণ মহামারী প্রতিরোধে তাদের বৈচিত্র্যময় ও উন্নত অভিজ্ঞতা আছে। মুল-ভূভাগে মহামারী প্রতিরোধের সম্পদও যথেষ্ট। মুল-ভূভাগে বড় আকারের পরীক্ষাগার আছে। পরীক্ষার ফলাফল তারা খুব দ্রুতই পাবেন। মহামারী প্রতিরোধের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি। যদি আমরা দ্রুত ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে পারি, তাহলে দ্রুত তাদেরকে বিচ্ছিন্নও করতে পারব। ফলে ভাইরাস সংক্রমণের চেইন বন্ধ হবে। আসলে গোটা হংকংয়ের সব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা মহামারীর তৃতীয় দফার প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে সহায়তা দিতে চান।'
হংকং হাসপাতালের ফার্মাসিস্ট সোসাইটির মহাপরিচালক ছুই চুন মিং বলেন, নিউক্লিক অ্যাসিড পরিবর্ধন পরীক্ষা বাড়ানো হংকংয়ে মহামারী প্রতিরোধের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এতে দ্রুত ভাইরাসের বাহককে খুঁজে বের করা যাবে এবং সংক্রমণের চেইন বন্ধ করা যাবে।
তিনি বলেন,
'মুল-ভূভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সহায়তা দল বেশ গুরুত্বপূর্ণ। কারণ, তাদের অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতার সাহায্যে হংকংয়ে নিউক্লিক অ্যাসিড পরিবর্ধন পরীক্ষার সংখ্যা প্রতিদিন দশ হাজার থেকে এক লাখেরও বেশি বেড়েছে। দ্বিতীয়ত, তারা পরীক্ষার জন্য রিএজেন্টসসহ বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন। যা খুবই গুরুত্বপূর্ণ। হংকংয়ের জন্য সহায়তাদল খুবই সহায়ক।'
লিন মেই লিং নামে হংকংয়ের একজন চিকিত্সক বলেন, মহামারীর গতি বৃদ্ধির প্রেক্ষাপটে বৈজ্ঞানিক নীতিকে সম্মান জানানো এবং জনগণের জানমালকে সবার আগে রাখা উচিত্।
তিনি বলেন,
'আমি মনে করি, আমাদের সামনে এখন সবচেয়ে বড় একটি সমস্যা হলো ভাইরাসের সংক্রমণ। কারণ, এখন কোনও টিকা নেই। এ সময় আমাদের জনগণের জীবনকে অগ্রাধিকার দেওয়া উচিত্। বৈজ্ঞানিকভাবে একযোগে ভাইরাস প্রতিরোধ করতেই হবে। অন্য বিষয় বিবেচনা করার সময় এখন না।'
(লিলি/তৌহিদ/শুয়েই)