যুক্তরাষ্ট্রকে চীনা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ বন্ধের দাবি জানিয়েছে চীন
  2020-08-05 13:21:42  cri

অগাস্ট ৫: যুক্তরাষ্ট্র চীনা সাংবাদিকদের ভিসা নবায়নের আবেদনে কোনও সাড়া দিচ্ছে না। এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে চীনা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ না করার দাবি জানায় বেইজিং। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ভুল পথে এগিয়ে যায় তাহলে চীনও নিজের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চীনা মুখপাত্র বলেন, গত ৮ মে যুক্তরাষ্ট্র চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিনে কমিয়ে দেয়। সেখানে প্রতি ৩ মাস পর পর নতুন ভিসা আবেদন করতে হয়। চীনা সাংবাদিকরা অনেক আগে নতুন ভিসার আবেদন জমা দিয়েছিল। কিন্তু, দেশটি কোনও জবাব দেয়নি। এ আচরণ দু'দেশের গণমাধ্যমের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করেছে।

চীনা মুখপাত্র বলেন, মার্কিন পক্ষ একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, অন্যদিকে চীনা সাংবাদিকদের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। এ দ্বৈত মানদণ্ড অগ্রহণযোগ্য। এর জবাবে চীনও সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040