বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বায়ো-মিলিটারাইজেশন কার্যক্রমের ব্যাখ্যা দাবি করেছে চীন
  2020-08-05 13:20:39  cri

অগাস্ট ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে বলেন, বিশ্বের বহু দেশে যুক্তরাষ্ট্রের বায়ো-মিলিটারাইজেশন কার্যক্রম অস্বচ্ছ, অনিরাপদ ও অযৌক্তিক। তাদের বায়ো-মিলিটারাইজেশন কার্যক্রমের ব্যাখ্যা দাবি করেছে চীন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে তাদের দেশে মার্কিন বাহিনীর সংশ্লিষ্ট কার্যক্রম 'জৈবিক অস্ত্র কনভেনশন' লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মহল মার্কিন বাহিনীকে গোপন গবেষণাগার বন্ধ করে চলে যাওয়ার দাবিও জানিয়েছে।

এ সম্পর্কে চীনের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয় মানুষ ও আন্তর্জাতিক সমাজের মনে সন্দেহ তৈরি করেছে। কারণ প্রথমত, তাদের কার্যক্রম অস্বচ্ছ। তাদের ল্যাবে কী হচ্ছে- তা কেউ জানে না। দ্বিতীয়ত, এটি অনিরাপদ। মার্কিন বাহিনীর অনেক কার্যক্রম উচ্চ ঝুঁকিপূর্ণ রোগজীবাণু-সংক্রান্ত। তাই কোনও দুর্ঘটনা ঘটলে স্থানীয় মানুষের জন্য তা বিপর্যয় ডেকে আনবে। তৃতীয়ত, এটি অযৌক্তিক। সারা বিশ্বে শুধু মার্কিন বাহিনীই বিভিন্ন দেশে জীবাণু গবেষণাগার প্রতিষ্ঠা করে এবং 'জৈবিক অস্ত্র কনভেনশন' উপেক্ষা করে। এ বিষয়ে মার্কিন মহলের ব্যাখ্যায় আন্তর্জাতিক সমাজ অসন্তুষ্ট।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040