এশিয়া ও প্রশান্ত মহাসাগর এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরোধিতা করেছে চীন
  2020-08-05 13:19:38  cri

অগাস্ট ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৃঢ় বিরোধিতা করে চীন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার 'মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' অকার্যকরের এক বছর উপলক্ষ্যে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া একটি 'ভুল সিদ্ধান্ত'। চুক্তি থেকে বেরিয়ের যাওয়ার পর যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গবেষণা শুরু করে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়।

এ সম্পর্কে চীনের মুখপাত্র বলেন, এ চুক্তির পাশাপাশি যুক্তরাষ্ট্র 'অস্ত্র বাণিজ্য চুক্তি' ও 'আকাশ উন্মুক্তকরণ চুক্তি' থেকেও বেরিয়ে গেছে এবং একতরফাভাবে 'ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত নিয়ন্ত্রণ' নিয়মকানুন উপেক্ষা করেছে। যুক্তরাষ্ট্র বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি-নিরাপত্তায় হুমকি বাড়িয়েছে।

চীন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজের দাবির প্রতি সম্মান জানিয়ে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার অনুকূল কাজ করার আহ্বান জানায়।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040