যুক্তরাষ্ট্রে স্কুল খোলার বিরোধিতা করেছে শিক্ষক ও অভিভাবকরা
  2020-08-05 10:40:40  cri

অগাস্ট ৫: যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও নিহতের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধির সময় মার্কিন সরকার দেশের স্কুল খোলার জন্য চাপ দেয়। এর প্রতিবাদ জানিয়েছে দেশটির শিক্ষক ও অভিভাবকরা।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত, দেশটিতে ৪,৭৬৫,১৭০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৫৬,৬৬৮জন। এদিকে, একদিনে নতুন রোগী সনাক্ত হয়েছে প্রায় ৫০ হাজার।

সোমবার দেশের বেশ কয়েকটি স্থানের স্কুল শিক্ষক ও কর্মীরা বিভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ জানান। তারা আগের মতো ক্লাস নেওয়ার পদ্ধতি বজায় রাখার আহ্বান জানান। তাদের দাবি, শ্রেণীকক্ষ নিরাপদ প্রমাণ না হওয়া পর্যন্ত ক্লাস শুরু করা যাবে না। তারা সরকারকে আরও বেশি নার্স ও পরামর্শদাতা নিয়োগের আহ্বান জানান।

গত এক সপ্তাহে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য-পশ্চিমাঞ্চলে অনেক মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পুনরায় খুলে দেওয়া হয়। তবে এরই মধ্যে অনেক স্কুলশিক্ষক ও শিক্ষার্থীর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের টুইটার বার্তায় স্কুল খোলার দাবি জানিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040