সিনচিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা
  2020-08-05 10:37:33  cri
অগাস্ট ৫: গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে চীনের সিনচিয়াংয়ের উত্পাদন ও নির্মাণ প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবৃতির মাধ্যমে চীনের সিনচিয়াং পরিচালনা নীতির বিরুদ্ধে অভিযোগও করেন। মার্কিন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে চীন।

মঙ্গলবার আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্রের এ আচরণ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। চীন এর দৃঢ় বিরোধিতা করে ও তীব্র নিন্দা জানায়।

সিনচিয়াং ইস্যুটি মানবাধিকার, জাতি ও ধর্মের সমস্যা নয়, বরং তা সন্ত্রাসদমন, বিচ্ছিন্নতা রোধ সমস্যা। সিনচিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো অধিকার নেই।

সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ প্রতিষ্ঠান স্থানীয় বিভিন্ন জাতির মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তারা সিনচিয়াংয়ের উন্নয়ন, জাতীয় সংহতি, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অভিযোগ মিথ্যা ও চীনের বিরুদ্ধে অপবাদ।

চীন সরকার দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করবে, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও ধর্মীয় চরমপন্থা প্রতিরোধ করবে, দৃঢ়ভাবে বিদেশি শক্তির সিনচিয়াং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করবে।

চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত বাদ দেওয়া, চীনের অভ্যন্তরীণ ব্যাপার ও চীনের স্বার্থ নষ্টকারী আচরণ বন্ধের তাগিদ দেয়। তা নাহলে চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে বেইজিং।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040