লেবাননে গুদামে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৭৩, আহত ৩ সহস্রাধিক
  2020-08-05 10:36:43  cri

অগাস্ট ৫: মঙ্গলবার বিকাল ৬টায়, লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত ১টা পর্যন্ত, বিস্ফোরণে কমপক্ষে ৭৩জন নিহত এবং ৩ সহস্রাধিক লোক আহত হয়েছে।

লেবাননের নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা আব্বাস ইব্রাহিম বলেছেন, বন্দরের গুদামে দাহ্য রাসায়নিক কাঁচামাল ছিল। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব স্বীকার করেন যে, ২৭০০ টনেরও বেশি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৬টায়, বৈরুত বন্দরে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর দ্বিতীয় বিস্ফোরণটি আরও ভয়াবহ ছিল। ভিডিওতে দেখা যায়, শহরজুড়ে ভবনগুলোর জানালা ও কয়েকটি বাড়ির ছাউনি ভেঙে পড়েছে।

ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। সাইপ্রাসের একটি এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানান, স্থানীয় হাসপাতালে হতাহতের অনেক চাপ। আহতদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী উদ্ধার ও ত্রাণকাজ করছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040