আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন অংশ বিক্রির আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  2020-08-04 19:03:16  cri

অগাস্ট ৪: আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চীনা অ্যাপ টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের কোনো কম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, নইলে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এ আল্টিমেটাম দিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমস্ ও ক্যাপিটল হিল পত্রিকা।

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে বলেন, মাইক্রোসফটকে তিনি টিকটকের মার্কিন অংশ ক্রয়ে রাজি করিয়েছেন। তবে, মাইক্রোসফট বা অন্য যে-কোনো কম্পানি টিকটক ক্রয় করলে, বিক্রিত অর্থের বেশিরভাগটা মার্কিন অর্থ মন্ত্রণালয়ে ফেরত দিতে হবে।

এদিকে, সিএনএন জানায়, মার্কিন আইন ও বিচার বিভাগের অ্যান্ট্রিস্ট ব্যুরোর প্রধান উপদেষ্টা বলেছেন, টিকটক বিক্রির অর্থের একটা অংশ দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন। তার দাবির কোনো আইনগত ভিত্তি নেই। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040