যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির লক্ষণ নেই: জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
  2020-08-04 17:38:14  cri

অগাস্ট ৪: জেনিভা বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিভাগের প্রধান ও অধ্যাপক দিদিয়ের পিটেট গতকাল (সোমবার) এক সাক্ষাত্কারে বলেছেন, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের ব্যাপারে মার্কিন সরকার গুরুতর ভুল করেছে। তারা জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়নি। এতে মার্কিন সমাজকে বড় মূল্য দিতে হয়েছে। মহামারী পরিস্থিতি সেখানে দ্রুত প্রশমিত হবে বলো মনে হচ্ছে না।

তিনি বলেন, মার্কিন সংক্রমণ রোগের বিশেষজ্ঞরা এই ব্যাপারে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু মার্কিন সরকার তাদের হুঁশিয়ারিকে পাত্তা দেয়নি। ফলে, যুক্তরাষ্ট্র শুধু যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নয়; বরং স্বাস্থ্যখাতেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্রকে আরও বেশি মূল্য দিতে হবে।

এদিকে, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৭ লাখ, যা বিশ্বের মোট আক্রান্ত রোগীর চার ভাগের এক ভাগ। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ, যা বিশ্বের মোট মৃত্যুর ২২ শতাংশ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040