অগাস্ট ৪: সম্প্রতি নেপালে কোভিড-১৯ রোগীর চিকিত্সায় সুস্থ-হওয়া-রোগীর রক্তরস বা ব্লাড প্লাজমার প্রথম সফল ব্যবহার সম্পন্ন হয়। কাজটি করেছে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল।
এই চিকিত্সায় অংশগ্রহণকারী জনৈক চিকিত্সক জানান, নেপালে ১২টি হাসপাতালের এমন ধারা চিকিত্সা দেওয়ার যোগ্যতা আছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় নেপালে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪১৮ জন। গত ২২ জুলাই নেপালে দেশব্যাপী লকডাউন তুলে নেওয়া হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)