তালিবান নেতার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও-সভা
  2020-08-04 16:32:34  cri

অগাস্ট ৪: আফগান তালিবানের রাজনৈতিক শাখার নেতা আব্দুল ঘানি বারাদার গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে এক ভিডিও-সভায় মিলিত হন। এসময় তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি-প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এদিন কাতারের রাজধানী দোহায় তালিবানের রাজনৈতিক কার্যালয়ের জনৈক মুখপাত্র বলেন, ভিডিও-সভায় আফগান পরিস্থিতি, বন্দিমুক্তি, এবং অভ্যন্তরীণ আলোচনা পুনরায় আরম্ভ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে স্বাক্ষরিত মার্কিন-তালিবান চুক্তি অনুসারে, ইতোমধ্যেই প্রায় সাড়ে ৪ হাজার তালিবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। বিনিময়ে প্রায় ৮০০ সরকারি সৈন্যকে মুক্তি দেয় তালিবান। বন্দি-বিনিময়ের গোটা প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040